ঝাড়গ্রামে বৃষ্টির জেরে গণনা শুরু হতে দেরি
ঝাড়গ্রামে ভারী বৃষ্টির জেরে গণনা শুরুতে দেরি। জামবনিতে বেশ কিছু সময় পরে শুরু হয় ভোট গণনা। লালগড়ে বৃষ্টির জেরে পৌছতে পারেননি গণনা কর্মীরা। গোটা পশ্চিম মেদিনীপুরেই বৃষ্টির জন্য গণনার কাজ শুরু হতে দেরি হয়।
ঝাড়গ্রামে ভারী বৃষ্টির জেরে গণনা শুরুতে দেরি। জামবনিতে বেশ কিছু সময় পরে শুরু হয় ভোট গণনা। লালগড়ে বৃষ্টির জেরে পৌছতে পারেননি গণনা কর্মীরা।
গোটা পশ্চিম মেদিনীপুরেই বৃষ্টির জন্য গণনার কাজ শুরু হতে দেরি হয়।
উলুবেড়িয়া দুই ব্লকে সিআইপিটি কলেজ গণনা কেন্দ্রের মিডিয়া সেন্টারে সংবাদ মাধ্যমকে ঢুকতে বাধা দেয় সিআরপিএম জওয়ানরা।
কুচবিহারে গণনা আগের রাত থেকেই হামলা হুমকি ফরওয়ার্ড ব্লক কর্মী সমর্থকদের বাড়িতে। মোয়ামারি, পাটছড়া, হাড়ভাঙা গ্রামের প্রায় দেড়শ মানুষ
গতকাল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে ঝাড়গ্রামের বহু গণনাকেন্দ্রে নির্দিষ্ট সময়ে পৌঁছতেই পারলেন না ভোটকর্মীরা। অনেককেই মেদিনীপুর সদর হয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দেখে নেব আমাদের প্রতিনিধির পাঠানো বিশেষ রিপোর্ট।