লিভার থেকে জোড়া দুই শিশুর সফল বিরল অস্ত্রপচার, নজির গড়ল বর্ধমান মেডিক্যাল কলেজ
যমজ শিশু। অথচ তাদের একজনের সঙ্গে জুড়ে রয়েছে অন্যজনের শরীর। বিরল অস্ত্রপচার করে আলাদা করা হল দুটি শিশুকে। জোড়া-শিশুর আলাদা আলাদা সত্ত্বার পুনর্জন্ম হল বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।
এগারো মাস আগে হুগলির গুড়াপে জন্ম হয়েছিল এই দুই যমজ শিশুকন্যার। দুজনের একটিই লিভার। শরীরও একেবারে জোড়া। জন্মের আট দিনের মাথায় এই দুই শিশুর চিকিত্সার দায়িত্ব নেন বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিত্সক নরেন্দ্রনাথ মুখার্জি। শুরু হয় অস্ত্রপচারের প্রস্তুতি। প্রথমে ছোটখাটো কিছু অস্ত্রপচার। এরপর শিশুদুটিকে আলাদা করার চূড়ান্ত অস্ত্রপচার হয় বৃহস্পতিবার। প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় শিশুদুটিকে সম্পূর্ণভাবে আলাদা করে নতুন জীবন ফিরিয়ে দেন চিকিত্সকরা।
শিশুদুটির বাবা পেশায় ক্ষেতমজুর। তবে চিকিত্সার খরচ নিয়ে তাদের তেমন ভাবতে হয়নি। চিকিত্সকদের উদ্যোগে যাবতীয় পরীক্ষা নিরীক্ষাই হয়েছে নিখরচায়।