বর্ষপূর্তিতে 'ব্যর্থতা'র বার্তা 'ব্রাত্য' কংগ্রেসের

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস-কংগ্রেস জোট সরকার প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উত্‍সব পালিত হচ্ছে রাজ্য জুড়ে। কিন্তু উত্‍সব থেকে নিজেদের দূরে সরিয়ে রেখে রাজ্য সরকারের বিরুদ্ধে রীতিমতো আক্রমণাত্মক অবস্থান নিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। শুধু তাই নয়, জোট শরিকের তৈরি মূল্যায়ন-কার্ডে বহু বিভাগে পাস মার্কও পায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Updated By: May 19, 2012, 11:31 AM IST

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস-কংগ্রেস জোট সরকার প্রতিষ্ঠার প্রথম বর্ষপূর্তি উত্‍সব পালিত হচ্ছে রাজ্য জুড়ে। কিন্তু উত্‍সব থেকে নিজেদের দূরে সরিয়ে রেখে রাজ্য সরকারের বিরুদ্ধে রীতিমতো আক্রমণাত্মক অবস্থান নিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। শুধু তাই নয়, জোট শরিকের তৈরি মূল্যায়ন-কার্ডে বহু বিভাগে পাস মার্কও পায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঠিক এক বছরে পা দিল কংগ্রেস-তৃণমূল কংগ্রেসের জোট সরকার। আর উত্‍সবের সেই আবহের মধ্যেই রাজ্য সরকারের প্রায় প্রতিটি দফতর ধরে ধরে কাঁটাছেড়া করলেন 'বিধান ভবন'-এর কর্ণধাররা। সেই সঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য জানিয়ে দিলেন, শাসক জোটে থাকলেও আমন্ত্রণ না পাওয়ায় বর্ষপূর্তি উত্‍সবে সামিল হচ্ছেন না তাঁরা!
কী উঠে এল সেই মূল্যায়ন থেকে?
কৃষি দফতর। রাজ্য সরকারের কাজে রীতিমতো অসন্তুষ্ট কংগ্রেস। কৃষক ফসলের দাম পাচ্ছে না। ঋণের কারণে আত্মহননের পথ বেছে নিতে হচ্ছে কৃষককে। কংগ্রেসের মূল্যায়নে কৃষি দফতর চূড়ান্ত ব্যর্থ।
 
স্বাস্থ্য দফতরের কাজকেও পাস মার্ক দিতে রাজি নয় কংগ্রেস। কংগ্রেসের মতে, মুখ্যমন্ত্রী সামান্য কিছু উদ্যোগ নিলেও আমূল কিছু পরিবর্তন হয়নি। হাল ফেরেনি স্বাস্থ্যের। কংগ্রেস নেতৃত্ব মনে করেন একজন পূর্ণ সময়ের স্বাস্থ্যমন্ত্রী থাকা উচিত।

যেভাবে কলেজে কলেজে হামলার ঘটনা ঘটছে তা নিয়ে কড়া সমালোচনায় কংগ্রেস। কংগ্রেস মনে করে, শিক্ষাক্ষেত্রে দলতন্ত্র মুক্তির যে আশা করা হয়েছিল, তা পূরণে ব্যর্থ হয়েছে সরকার। বরং কলেজের অভ্যন্তরে বহিরাগতদের অনুপ্রবেশ বাড়ছে বলেও কংগ্রেসের মূল্যায়ন। পাস মার্কের ধারেকাছেও নেই শিক্ষা দফতর।
 
তবে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সবচেয়ে বেশি সরব রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। শুধু আইনশৃঙ্খলা রক্ষায় পুলিসের নিশ্চেষ্ট ভূমিকা নয়, পুলিস-প্রশাসনকে নিরপেক্ষ ভাবে কাজ করতে দেওয়া হচ্ছে না বলেও অভিমত কংগ্রেসের। গণতান্ত্রিক পরিবেশ তো দূরের কথা, কংগ্রেসের মনে করে রাজ্যের আইন-শূঙ্খলার প্রশ্নে সার্বিকভাবেই ব্যর্থ সরকার।

.