মঞ্চ ভাসল প্রকল্প ঘোষনায়, থেকে গেল প্রশ্ন "মঞ্চ কার`
সভা মঞ্চ কার? সরকারি না বেসরকারি, তাই নিয়ে চলল টানাপোড়েন। জেলাশাসকের দাবি সরকারি অনুষ্ঠান থেকেই প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর আদিবাসী বিকাশ পরিষদের বক্তব্য, তাঁরাই অনুষ্ঠানের আয়োজক। সেই মঞ্চ থেকেই উত্তরবঙ্গের জন্য নানা প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
সভা মঞ্চ কার? সরকারি না বেসরকারি, তাই নিয়ে চলল টানাপোড়েন। জেলাশাসকের দাবি সরকারি অনুষ্ঠান থেকেই প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর আদিবাসী বিকাশ পরিষদের বক্তব্য, তাঁরাই অনুষ্ঠানের আয়োজক। সেই মঞ্চ থেকেই উত্তরবঙ্গের জন্য নানা প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
উত্তরবঙ্গ সফরে মঙ্গলবার ছিলেন শিলিগুড়িতে। বুধবার যান জলপাইগুড়ির মালবাজারে। অনুষ্ঠানে আদিবাসীদের জন্য বেশকিছু প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ওই মঞ্চে মুখ্যমন্ত্রীকে সংবর্ধনা জানায় আদিবাসী বিকাশ পরিষদ। আদিবাসী সংগঠনের দাবি ওটা তাঁদেরই অনুষ্ঠান। এতেই তৈরি হয়েছে বিতর্ক। বেসরকারি অনুষ্ঠানের মঞ্চকে কাজে লাগিয়েই কী তাহলে একগুচ্ছ সরকারি প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী? জেলাশাসককে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ""সরকারি অনুষ্ঠান। আদিবাসী পরিষদের তরফে আমাদের কাছে অনুরোধ আসে। মুখ্যমন্ত্রীকে ওঁরা সম্মান জানাতে চায়। আমরা আপত্তি করিনি।``