নদিয়া সফরে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

নদিয়ার প্রশাসনিক বৈঠকের মধ্যে দিয়ে জেলা সফর শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সফরের শুরুতেই নদিয়ায় প্রশাসনিক কাজকর্মে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় বহু প্রকল্পের কাজ বন্ধ হয়ে রয়েছে।

Updated By: Aug 29, 2012, 01:57 PM IST

নদিয়ার প্রশাসনিক বৈঠকের মধ্যে দিয়ে জেলা সফর শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সফরের শুরুতেই নদিয়ায় প্রশাসনিক কাজকর্মে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। জেলায় বহু প্রকল্পের কাজ বন্ধ হয়ে রয়েছে। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। প্রশাসনিক বৈঠকে আগামী ছমাসের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
কৃষ্ণনগর সার্কিট হাউসের মাঠে এদিন প্রশাসনিক বৈঠক করেন তিনি। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, রেলমন্ত্রী মুকুল রায় সহ অন্যান্য মন্ত্রীরা ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরা । এরপর মুখ্যমন্ত্রী বহরমপুরে যাবেন। জনসভার পর সেখানেও প্রশাসনিক বৈঠক করবেন তিনি। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই নানা বিতর্ক তৈরি হয়েছে। একদিকে নিয়ম ভেঙে যথেচ্ছ ভাবে কেন্দ্রীয় প্রকল্পের টাকা খরচের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে প্রশাসনিক বৈঠকে কংগ্রেস এবং বাম সাংসদ, বিধায়কদের আহ্বান না জানানোয়, সৌজন্যবোধের অভাব নিয়ে প্রশ্ন উঠেছে।
কংগ্রেসের তরফে অভিযোগ করা হয়েছে, প্রশাসনকে ব্যবহার করে দলীয় কর্মসূচি করছেন মুখ্যমন্ত্রী।

.