মহিলাকে মারধোরের অভিযোগ আরাবুলের বিরুদ্ধে
ফের বিতর্কে নাম জড়াল তৃণমূল নেতা আরাবুল ইসলামের। এবার ভাঙরের কাশীপুর থানার ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের এক মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে আরাবুল ঘনিষ্ঠ সামাদ মোল্লা সহ আরও কয়েকজনের বিরুদ্ধে।
ফের বিতর্কে নাম জড়াল তৃণমূল নেতা আরাবুল ইসলামের। এবার ভাঙরের কাশীপুর থানার ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের এক মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে আরাবুল ঘনিষ্ঠ সামাদ মোল্লা সহ আরও কয়েকজনের বিরুদ্ধে।
গত ২৬ অগাস্ট ছাতুলিয়া গ্রামে সেচ দফতরের খাল কাটার সময় বচসার সূত্রপাত। জানা গেছে, স্থানীয় বাসিন্দা আয়েশা বিবির বাড়ির সামনে দিয়ে বালি ও মাটি নিয়ে যাওয়ার সময় তাঁর বাড়ির টিউবওয়েল ভেঙে যায়। এই ঘটনার প্রতিবাদ করায় আয়েশা বিবিকে মারধর করে সামাদ ও তার সঙ্গীরা। এরপরেই কাশীপুর থানায় অভিযোগ দায়ের করা হয় আয়েশাবিবির পরিবারের তরফে।
সংবাদমাধ্যমের সামনে মুখ খোলা এবং থানায় অভিযোগ দায়েরর জেরে আজ ফের আক্রান্ত হন আয়েশা বিবি। দীর্ঘক্ষণ আহত অবস্থায় পড়েছিলেন তিনি। পরে তাঁকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে ভর্তি করা হয়েছে।