শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে রণক্ষেত্র সাঁইথিয়া

লাভপুরের ঘটনা নিয়ে যখন তোলপাড় গোটা দেশ, তখন চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের সাঁইথিয়া। অভিযোগ সাঁইথিয়ার রমাদেবী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। আজ স্কুলে ঢুকে বিক্ষোভ দেখান বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে প্রথমে লাঠিচার্জ, পরে শূন্যে গুলি ছোঁড়ে পুলিস। অভিযুক্ত শিক্ষক সনত দাসকে আটক করা হয়েছে।

Updated By: Jan 23, 2014, 03:32 PM IST

লাভপুরের ঘটনা নিয়ে যখন তোলপাড় গোটা দেশ, তখন চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে রণক্ষেত্র হয়ে উঠল বীরভূমের সাঁইথিয়া। অভিযোগ সাঁইথিয়ার রমাদেবী প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে। আজ স্কুলে ঢুকে বিক্ষোভ দেখান বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে প্রথমে লাঠিচার্জ, পরে শূন্যে গুলি ছোঁড়ে পুলিস। অভিযুক্ত শিক্ষক সনত দাসকে আটক করা হয়েছে।

সাঁইথিয়া দুই নম্বর ওয়ার্ড রমাদেবী প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীর ওপর দিনের পর দিন যৌন নির্যাতন চালিয়ে গিয়েছেন স্কুলেরই শিক্ষক সনত্ দাস। বুধবার বাড়িতে বিষয়টি জানায় ওই ছাত্রী।

প্রতিবাদে বৃহস্পতিবার সকালে নেতাজির জন্মদিনের অনুষ্ঠান চলাকালীন স্কুলে চড়াও হয় অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের দাবিতে অন্য শিক্ষকদের ঘেরাও করে রাখেন তাঁরা।পুলিস এলেও ওঠেনি বিক্ষোভ।এরপরই শুরু হয় পুলিসের সঙ্গে ধস্তাধস্তি, লাঠিচার্জ।

লাঠিচার্জের পর আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। পুলিসকে লক্ষ্য করে ইট ছোড়ে ক্ষিপ্ত জনতা। পরিস্থিতি আয়ত্তে আনতে শূন্য গুলি চালায় পুলিস।

বাসিন্দাদের বিক্ষোভের পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।যদিও ওই শিক্ষক নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।

তবে শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসার পর আতঙ্কিত অভিভাবকদের অনেকেই।

.