মালদায় কংগ্রেস-তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষ

জমির দখল ঘিরে মালদায় কংগ্রেস-তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষ । রতুয়ার রাঙামাটিয়ার ধানপুরের ঘটনা। সংঘর্ষে জখম দুপক্ষের সাতজন। আহতরা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। তৃণমূল সমর্থক সইফুদ্দিনের ২৮ শতক জমির দখল ঘিরে আজ সকালে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, বেশ কিছুদিন থেকে জমি মাফিয়া সাত্তার শেখের নজরে পড়ে ওই জমি। আজ সকালে দলবল নিয়ে জমি দখল করতে যান কংগ্রেস সমর্থক সাত্তার শেখ। বাধা দিলে সইফুদ্দিন ও তাঁর সঙ্গীদের লাঠি, রড দিয়ে মারধরের অভিযোগ। পাল্টা আক্রমণ করে সইফুদ্দিনরাও।

Updated By: Feb 26, 2017, 09:12 PM IST
মালদায় কংগ্রেস-তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ওয়েবডেস্ক: জমির দখল ঘিরে মালদায় কংগ্রেস-তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষ । রতুয়ার রাঙামাটিয়ার ধানপুরের ঘটনা। সংঘর্ষে জখম দুপক্ষের সাতজন। আহতরা মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। তৃণমূল সমর্থক সইফুদ্দিনের ২৮ শতক জমির দখল ঘিরে আজ সকালে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ, বেশ কিছুদিন থেকে জমি মাফিয়া সাত্তার শেখের নজরে পড়ে ওই জমি। আজ সকালে দলবল নিয়ে জমি দখল করতে যান কংগ্রেস সমর্থক সাত্তার শেখ। বাধা দিলে সইফুদ্দিন ও তাঁর সঙ্গীদের লাঠি, রড দিয়ে মারধরের অভিযোগ। পাল্টা আক্রমণ করে সইফুদ্দিনরাও।

.