দার্জিলিংয়ের বন্ধ চা বাগান পরিদর্শনে আজ পাহাড়ে সিটু নেতৃত্ব

দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ডুয়ার্সের রেডব্যাঙ্ক, ধরনীপুর ও রায়পুর চা বাগান। আজ বন্ধ চা বাগানগুলি পরিদর্শনে যাচ্ছেন সিটুর রাজ্য সভাপতি শ্যামল চক্রবর্তী। সঙ্গে থাকবেন দার্জিলিং ও জলপাইগুড়ির সিটু নেতৃত্ব।

Updated By: Nov 17, 2013, 10:19 AM IST

দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে ডুয়ার্সের রেডব্যাঙ্ক, ধরনীপুর ও রায়পুর চা বাগান। আজ বন্ধ চা বাগানগুলি পরিদর্শনে যাচ্ছেন সিটুর রাজ্য সভাপতি শ্যামল চক্রবর্তী। সঙ্গে থাকবেন দার্জিলিং ও জলপাইগুড়ির সিটু নেতৃত্ব।
দুপুর একটা নাগাদ বাগডোগরা বিমানবন্দরে নেমে ধরনীপুর চা বাগানে যাবার কর্মসূচি রয়েছে শ্যামল চক্রবর্তীর। এরপর রেডব্যাঙ্ক চা বাগান হয়ে রায়পুর চা বাগান পরিদর্শন করবেন তিনি। কথা বলবেন বন্ধ চা বাগানের শ্রমিকদের সঙ্গেও। ইতিমধ্যেই রেডব্যাঙ্ক ও ধরনীপুর চা বাগানের বারোজন শ্রমিকের মৃত্যু হয়েছে। রায়পুর চা বাগানের দুই শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শ্রমিকদের বকেয়া বেতন, পিএফের টাকাও মিলছে না বলে অভিযোগ।  

.