শিশু পাচার কাণ্ড: তৎপর প্রশাসন, একাধিক নার্সিংহোমে চলল অভিযান, তল্লাসি হোটেলেও
শিশু পাচার কাণ্ড সামনে আসার পর তৎপর জেলা প্রশাসন। গতরাতে বর্ধমানের ৩টি নার্সিংহোমে চলল অভিযান। অভিযানে ছিলেন খোদ জেলাশাসক, পুলিস সুপার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। অনিয়মের খবর পেয়ে GT রোডের দু পাশে ইন্দ্রপ্রস্থ, বাদশাহী রোড ও নবাবহাট এলাকার ৩টি নার্সিংহোমে অভিযান চালানো হয়। ধরা পড়েছে পরিকাঠামোর অভাব। এই ৩টি নার্সিংহোমকেই শোকজ করা হচ্ছে। যথাযথ উত্তর না পেলে নার্সিংহোমগুলির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। জানিয়েছেন জেলাশাসক। এছাড়াও বাদশাহী রোড ও তিনকোনিয়ার দুটি হোটেলেও তল্লাসি চালানো হয়। আরও পড়ুন- এভাবেই শিশু পাচার চক্রের জাল ছড়িয়েছে রাজ্যে!
ওয়েব ডেস্ক: শিশু পাচার কাণ্ড সামনে আসার পর তৎপর জেলা প্রশাসন। গতরাতে বর্ধমানের ৩টি নার্সিংহোমে চলল অভিযান। অভিযানে ছিলেন খোদ জেলাশাসক, পুলিস সুপার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। অনিয়মের খবর পেয়ে GT রোডের দু পাশে ইন্দ্রপ্রস্থ, বাদশাহী রোড ও নবাবহাট এলাকার ৩টি নার্সিংহোমে অভিযান চালানো হয়। ধরা পড়েছে পরিকাঠামোর অভাব। এই ৩টি নার্সিংহোমকেই শোকজ করা হচ্ছে। যথাযথ উত্তর না পেলে নার্সিংহোমগুলির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। জানিয়েছেন জেলাশাসক। এছাড়াও বাদশাহী রোড ও তিনকোনিয়ার দুটি হোটেলেও তল্লাসি চালানো হয়। আরও পড়ুন- এভাবেই শিশু পাচার চক্রের জাল ছড়িয়েছে রাজ্যে!