বেলদায় মুখ্যমন্ত্রীর মুখে প্রতিশ্রুতি আর আত্মপ্রশংসা

আজ পশ্চিম মেদিনীপুরের বেলদায় জঙ্গলমহল সফরে ফের একবার কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। উজাড় করে দিলেন তাঁর প্রতিশ্রুতির ঝুলি। সঙ্গে নিয়মমাফিক আক্রমণ হানলেন পূর্বতন বামসরকারের প্রতি। দিলেন তাঁর সরকারের সাফল্যের খতিয়ানও।

Updated By: Jan 16, 2013, 05:45 PM IST

আজ পশ্চিম মেদিনীপুরের বেলদায় জঙ্গলমহল সফরে ফের একবার কল্পতরু হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। উজাড় করে দিলেন তাঁর প্রতিশ্রুতির ঝুলি। সঙ্গে নিয়মমাফিক আক্রমণ হানলেন পূর্বতন বামসরকারের প্রতি। দিলেন তাঁর সরকারের সাফল্যের খতিয়ানও।
বেলদার জনসভায় একাধিক প্রকল্পের শিলান্যাসের মুখ্যমন্ত্রী। এরমধ্যে রয়েছে কংসাবতী নদীর ওপর মেদিনীপুর অ্যানিকাট বাঁধের পুনর্গঠন সহ কয়েকটি প্রকল্প। ঘোষণা করলেন একগুচ্ছ নতুন প্রকল্পেরও। জানালেন পঞ্চায়েত নির্বাচনের পরেই তৈরি করবেন বেলদা মিউনিসিপ্যালিটি। বিদ্যাসাগর ইন্ড্রাস্টিয়াল পার্কে হবে ৩৬ হাজার কর্মসংস্থান। পাঁচটি সুপার স্পেশালিটি হাসপাতালের প্রতিশ্রুতিও দেন তিনি।
বিরোধী দলনেতার খাসতালুকে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটে তৃণমূলকে জেতানোর আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। আহ্বান জানালেন সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে। কংসাবতী নদীতে অ্যানিকেট বাঁধ, একাধিক জল প্রকল্প, ব্লকে ব্লকে আইটিআই, প্রতিটি মহকুমায় পলিটেকনিক কলেজের মতো নানা প্রকল্প ঘোষণা, শিলান্যাস। সাইকেল, জমি, পাওয়ার টিলার বিলি। বুধবার বেলদার সভায় রীতিমতো কল্পতরু মুখ্যমন্ত্রী। 
 
 
সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকেই নিজের দলের জন্য ভোট চাইলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে নিজের সরকারকে ঢালাও সার্টিফিকেট। ৯৯ শতাংশ কাজ হয়ে গেলে কেন হতাশ না হওয়ার পরামর্শ দিতে হল মুখ্যমন্ত্রীকে? উঠছে প্রশ্ন। সরকারের হাতে টাকা না থাকার জন্য আগের বামফ্রন্ট সরকার ও কেন্দ্রের কংগ্রেস সরকারের কোর্টেই বল ঠেলেছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে চেনা বিরোধী দলনেত্রীর ঢঙে মুখ্যমন্ত্রী কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে।
 
 
সরকারি অনুষ্ঠানের মঞ্চকে রাজনৈতিক প্রচারের কাজে লাগানোর অভিযোগ আগেও উঠেছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। কিন্তু সম্ভবত এই প্রথম বার সরকারি মঞ্চ থেকে সরাসরি তৃণমূলকে ভোট দেওয়ার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

.