চা বাগানে ঘুরে বেড়াচ্ছে চিতা, ভয়ে হারহিম শ্রমিকদের

চিতাবাঘের আক্রমণে গুরুতর জখম জলপাইগুড়ির চা বাগানের এক শ্রমিক। গাড়িতে চা পাতা নিয়ে যাওয়ার সময় ঝোপের আড়ালে লুকিয়ে থাকা চিতাবাঘটি ঝাঁপিয়ে পড়ে তাঁর ওপর। এরপর আশঙ্কাজনক অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করেন বাগানের অন্যান্য শ্রমিকরা। গুরুতর জখম অবস্থায় ওই চা শ্রমিককে মালবাজার মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Updated By: Jun 24, 2015, 04:09 PM IST
চা বাগানে ঘুরে বেড়াচ্ছে চিতা, ভয়ে হারহিম শ্রমিকদের

ওয়েব ডেস্ক: চিতাবাঘের আক্রমণে গুরুতর জখম জলপাইগুড়ির চা বাগানের এক শ্রমিক। গাড়িতে চা পাতা নিয়ে যাওয়ার সময় ঝোপের আড়ালে লুকিয়ে থাকা চিতাবাঘটি ঝাঁপিয়ে পড়ে তাঁর ওপর। এরপর আশঙ্কাজনক অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করেন বাগানের অন্যান্য শ্রমিকরা। গুরুতর জখম অবস্থায় ওই চা শ্রমিককে মালবাজার মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এই ঘটনার পর অবিলম্বে চিতাবাঘটিকে ধরার দাবি জানিয়েছেন তাঁরা। চিতাবাঘটি ফের চা বাগানেই গা ঢাকা নিয়েছে বলে অভিযোগ শ্রমিকদের। শ্রমিকদের আরও অভিযোগ, এই ঘটনা প্রথম নয়। বারবার প্রশাসনকে জানানো হলেও কোনও কার্যকর ভূমিকা প্রশাসন এখন পর্যন্ত নিয়ে উঠতে পারেনি।  

.