কমরেডের মৃত্যুর প্রতিবাদে রেললাইন ওড়াল মাওবাদীরা, বেলাইন পালামৌ এক্সপ্রেস

রেললাইনে বিস্ফোরণের জের। লাতেহার জেলায় বেলাইন পালামৌ এক্সপ্রেস। ছিপদোহার স্টেশনের কাছে রেললাইনে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। তার জেরেই বেলাইন ট্রেন। ইঞ্জিন ও ৩টি বগি লাইনচ্যুত। 

Updated By: Jun 24, 2015, 03:06 PM IST
কমরেডের মৃত্যুর প্রতিবাদে রেললাইন ওড়াল মাওবাদীরা, বেলাইন পালামৌ এক্সপ্রেস

ওয়েব ডেস্ক: রেললাইনে বিস্ফোরণের জের। লাতেহার জেলায় বেলাইন পালামৌ এক্সপ্রেস। ছিপদোহার স্টেশনের কাছে রেললাইনে বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। তার জেরেই বেলাইন ট্রেন। ইঞ্জিন ও ৩টি বগি লাইনচ্যুত। 

মঙ্গলবার রাতে বিস্ফোরণ ঘটে। বরকাকানা থেকে পাটনা যাচ্ছিল পালামৌ এক্সপ্রেস। খবরটা শোনার পরেই ট্রেনের যাত্রীদের আত্মীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলে জানিয়েছেন লাতেহার জেলার অ্যাডিশনাল এসপি এম কে ভারতী ও ভারতীয় রেলের জনসংযোগ অধিকর্তা অনিল সাক্সেনা। এমাসের প্রথমে পুলিসের গুলিতে মৃত্যু হয় বারোজন মাওবাদীর। তারই প্রতিবাদে এদিন ঝাড়খণ্ড বনধের ডাক দিয়েছিল তারা। মাওবাদীদের অভিযোগ, ভুয়ো এনকাউন্টারে পুলিস ১২ জন মাওবাদীকে মেরে ফেলেছে। 

.