ধান বিক্রির চেক বাউন্স মুর্শিদাবাদে
রাজ্যে কৃষিতে হাহাকার অব্যাহত। ফসলের সহায়ক মূল্য না-পেয়ে আত্মঘাতী হচ্ছেন একের পর এক কৃষক। ঘটনার জেরে বিরোধীরা তো বটেই, এমন কী জোটসঙ্গী কংগ্রেসও আক্রমণ শানিয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে। মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের অমৃতকুণ্ড গ্রামপঞ্চায়েতে সহায়ক মূল্যে ফসল বিক্রি করে দুর্ভোগের শিকার হলেন কৃষকরা।
রাজ্যে কৃষিতে হাহাকার অব্যাহত। ফসলের সহায়ক মূল্য না-পেয়ে আত্মঘাতী হচ্ছেন একের পর এক কৃষক। ঘটনার জেরে বিরোধীরা তো বটেই, এমন কী জোটসঙ্গী কংগ্রেসও আক্রমণ শানিয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে। মুর্শিদাবাদের নবগ্রাম ব্লকের অমৃতকুণ্ড গ্রামপঞ্চায়েতে সহায়ক মূল্যে ফসল বিক্রি করে দুর্ভোগের শিকার হলেন কৃষকরা। কনকপাড়া গ্রামের ধানচাষিদের অভিযোগ, সহায়কমূল্যে ফসল বিক্রি হলেও, বাউন্স করে অধিকাংশ চেক। কনকপুরের পাশাপাশি চেক বাউন্সের ঘটনা ঘটেছে লাগোয়া আছড়া , মাধুনিয়া, অমৃতকুণ্ডু, নন্দীগ্রাম এবং বাগোড় গ্রামেও। স্থানীয় কৃষকদের দাবি, গতমাসে এই গ্রামে ছটি ক্যাম্প করে চেকের বিনিময়ে ২০০ জন চাষির কাছ থেকে ধান কেনে রাজকুণ্ডু সমবায় সমিতি।