এবার কী বহরমপুর পৌরসভাও তৃণমূলের দখলে?

বহরমপুর পুরসভা ও কংগ্রেস, দুটিই যেন সমার্থক শব্দ। ১৯৮৬ সাল থেকে এই পুরসভা টানা কংগ্রেসের দখলে। এবার তাও বেহাত হওয়ার পথে। এই পুরসভায় মোট আসন সংখ্যা ২৮। একজন কাউন্সিলরের মৃত্যু হওয়ায় এখন রয়েছেন ২৭ জন। পুরসভা দখল করতে ম্যাজিক ফিগার ১৪। বর্তমানে এই পুরসভায় তৃণমূলের কাউন্সিলর রয়েছেন মাত্র ১ জন। বাকি ২৬ জনই কংগ্রেসের কাউন্সিলর।

Updated By: Sep 17, 2016, 09:56 AM IST
এবার কী বহরমপুর পৌরসভাও তৃণমূলের দখলে?

ওয়েব ডেস্ক : বহরমপুর পুরসভা ও কংগ্রেস, দুটিই যেন সমার্থক শব্দ। ১৯৮৬ সাল থেকে এই পুরসভা টানা কংগ্রেসের দখলে। এবার তাও বেহাত হওয়ার পথে। এই পুরসভায় মোট আসন সংখ্যা ২৮। একজন কাউন্সিলরের মৃত্যু হওয়ায় এখন রয়েছেন ২৭ জন। পুরসভা দখল করতে ম্যাজিক ফিগার ১৪। বর্তমানে এই পুরসভায় তৃণমূলের কাউন্সিলর রয়েছেন মাত্র ১ জন। বাকি ২৬ জনই কংগ্রেসের কাউন্সিলর।

আরও পড়ুন- কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

সূত্রের খবর, এই ২৬ জনের মধ্যে ১৭ জন যোগ দিচ্ছেন তৃণমূলে। যার মধ্যে রয়েছেন পুর চেয়ারম্যান নীলরতম আঢ্যও। সেক্ষেত্রে কংগ্রেসের কাউন্সিলর সংখ্যা ২৬ থেকে কমে দাঁড়াবে ৯-এ। আর ম্যাজিক ফিগার ১৪ থেকে অনেকটাই এগিয়ে, তৃণমূল কাউন্সিলরের সংখ্যা হবে ১৮।

.