ভোট দুনিয়ায় চৈত্র সেল, আঙুলে ভোটের কালি থাকলেই দোকানে মিলবে ছাড়, সচিত্র পরিচয় পত্র দেখালে রিবেটের সুবিধা হাতের মুঠোয়

ভোটেও এবার চৈত্র সেল। আঙুলে কালো দাগ দেখাতে পারলেই দোকানে মিলবে ছাড়। ভোটের আগেও সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ঘরে তোলা যেতে পারে রিবেটের ফায়দা। ভোটারদের উত্‍সাহিত করতে এই অভি নব উদ্যোগ নিয়েছে বর্ধমান জেলা প্রশাসন।

Updated By: Mar 22, 2014, 07:11 PM IST

ভোটেও এবার চৈত্র সেল। আঙুলে কালো দাগ দেখাতে পারলেই দোকানে মিলবে ছাড়। ভোটের আগেও সচিত্র পরিচয়পত্র দেখিয়ে ঘরে তোলা যেতে পারে রিবেটের ফায়দা। ভোটারদের উত্‍সাহিত করতে এই অভি নব উদ্যোগ নিয়েছে বর্ধমান জেলা প্রশাসন।

ভোট দিলে মাছের মুড়ো, ধানের কুঁড়ো, কালো গাইয়ের দুধ এমনকী দুধ খাওয়ার বাটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সেই কোন কালে গান বেধেছিলেন দাদাঠাকুর। সেই কাল থেকে চলতি সময় পর্যন্ত ভোটারদের ভোট পেতে কতরকম দেনা পাওনার কথা রাজনৈতিক নেতাদের মুখে শোনা গেছে তার ইয়ত্তা নেই। কিন্তু প্রশাসন। এতদিন শোনা যায়নি। শোনালেন বর্ধমানের জেলা শাসক।

ভোটের পরের দু দিনে, আঙুলে লাগানো ভোটকালি দোকানে দেখালেই কেনাকাটায় ছাড় মিলবে। শুধু ভোটের পরে নয়, এপিক কার্ড দেখালে ভোটের আগের দুদিনেও মিলবে ছাড়।

শুধু ছাড়ের উত্‍সাহ নয়, প্রতিটি বুথে প্রতিবন্ধীদের ক্যাম্প,অ্যাম্বুলান্স, মহিলাদের জন্য শৌচালয় থাকছে বলে জানিয়েছেন বর্ধ মানের জেলাশাসক।

.