বাক্সায় বাঘের খোঁজে বসছে নজরদারি ক্যামেরা
বাক্সার জঙ্গলে বাঘ কি আদৌ আছে? তারই হদিস করতে এবার চালু হল ক্যামেরার নজরদারি। ৮০টি ক্যামেরা বসানো হয়েছে জঙ্গলের আনাচে কানাচে।
Updated By: Nov 26, 2014, 01:43 PM IST
ব্যুরো: বাক্সার জঙ্গলে বাঘ কি আদৌ আছে? তারই হদিস করতে এবার চালু হল ক্যামেরার নজরদারি। ৮০টি ক্যামেরা বসানো হয়েছে জঙ্গলের আনাচে কানাচে।
বাক্সা ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন এই জঙ্গলে বেশ কিছুদিন হল বাঘ দেখা যায়নি। বাঘ সেখানে আছে কি নেই, থাকলে এখন কটি বাঘ আছে, সেসবের খোঁজ করতেই ক্যামেরা বসানো হয়েছে । স্থানীয় বাসিন্দাদের দাবি, বাঘের মল, লোম, থাবা ও আঁচড়ের হদিস মিলেছে। জঙ্গলে যে বাঘ রয়েছে, তা এসব থেকেই স্পষ্ট। আশিটি ক্যামেরার মধ্যে পাঁচটি ভেঙে দিয়েছে হাতির পাল। জঙ্গলে একশোটি আর ট্যাপ ক্যামেরা বসানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে বক্সা টাইগার কনজারভেশন ফাউন্ডেশন ট্রাস্ট।