রাজ্যজুড়ে চলছে ভোগান্তির বাস ধর্মঘট, সরকারি বাস সংখ্যায় কম

রাজ্যের বিভিন্ন জেলায় বাস ধর্মঘটে নাকাল যাত্রীরা। কলকাতাতেও এই বাস ধর্মঘটে ব্যাপক প্রভাব পড়েছে। ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া বৃদ্ধির দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট ও বেঙ্গল বাস সিন্ডিকেট।

Updated By: Sep 17, 2012, 10:36 AM IST

রাজ্যের বিভিন্ন জেলায় বাস ধর্মঘটে নাকাল যাত্রীরা। কলকাতাতেও এই বাস ধর্মঘটে ব্যাপক প্রভাব পড়েছে। সকাল থেকেই নিত্যযাত্রীরা সমস্যায় পড়েছেন। ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে ভাড়া বৃদ্ধির দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট ও বেঙ্গল বাস সিন্ডিকেট। পথে নামেনি প্রায় সাইত্রিশ হাজার বাস।
সরকারি বাস পথে নামলেও প্রয়োজনের তুলনায় তা যথেষ্ঠ কম। আর এতেই সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। কলকাতাবাসীদের ভরসা এখন ট্রাম আর মেট্রো। কিন্তু জেলায় পায়ে হাঁটা, কিংবা টোম্পো ছাড়া বিকল্প কোনও উপায় নেই।
কলকাতাতে আবার মেট্রোয় পা ফোলার জায়গা নেই। আজ নিত্যযাত্রীদের অভিজ্ঞতা বেশ করুণ। অনেকেই বলছেন, মেট্রোর ভিতর দম ফেলা দায় হয়ে দাঁড়িয়েছে। সুযোগ বুঝে অটো, ট্যাক্সির ভাড়াও বেশ চড়া।

.