বার্নপুরে ইসকো কারখানায় বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ২৪ জন কর্মী

কাজ চলার সময় গ্যাসপাইপে বিস্ফোরণ। অগ্নিদগ্ধ হলেন ২৪ জন কর্মী। আজ দুপুরে এঘটনা ঘটে বার্নপুরের ইসকো কারখানায়। অগ্নিদগ্ধ দুজন সিআইএসএফ জওয়ানও। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

Updated By: Sep 25, 2014, 08:52 PM IST
বার্নপুরে ইসকো কারখানায় বিস্ফোরণ, অগ্নিদগ্ধ ২৪ জন কর্মী

ওয়েব ডেস্ক: কাজ চলার সময় গ্যাসপাইপে বিস্ফোরণ। অগ্নিদগ্ধ হলেন ২৪ জন কর্মী। আজ দুপুরে এঘটনা ঘটে বার্নপুরের ইসকো কারখানায়। অগ্নিদগ্ধ দুজন সিআইএসএফ জওয়ানও। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

দুপুর সাড়ে ১২টা। বার্নপুরের ইসকোয়  চলছিল নতুন ইউনিট সম্প্রসারণের কাজ। সেই সময় হঠাতই  বিস্ফোরণ। কোক ওভেন বিভাগের এগারো নম্বর ব্যাটারিতে ফেটে যায় গ্যাসের পাইপ। দুর্ঘটনায় অগ্নিদগ্ধ  হন ২৪ জন। আহতদের  মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক।

কেন এই দুর্ঘটনা, তা নিয়ে মুখ খোলেননি ইসকো কর্তৃপক্ষ। তবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তৈরি করা হচ্ছে  তদন্ত কমিটি।

গুরুতর আহত  দুজনকে স্থানান্তরিত করা হয়েছে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে।

 

.