বর্ধমান
পঞ্চায়েতে নির্বাচনী ইস্যু-
সকাল ১১টা পর্যন্ত ভোট পড়েছে ২৯%
ভোটের খবর:
১. কাটোয়ায় ১ নম্বর ব্লকের ২৫ নম্বর বুথে ব্যালট পেপার ছিনতাই। জানালেন বর্ধমানের জেলাশাসক।
২. কালনার রায়গ্রামে ১৭টি বুথ দখল করে তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগ।
৩. বর্ধমানের আউশগ্রামে দেবশালায় ৫৭ থেকে ৬৬নম্বর বুথে পোলিং এজেন্টদের বসতে দিতে বাধা। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
৪. জামুরিয়ায় তৃণমূল আশ্রিত বহিরাগত দুষ্কৃতীদের একজনকে গ্রামবাসীদের প্রহার। গণপিটুনিতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এলাকায় ভয় ভীতির পরিবেশ। ভোট দিতে যাচ্ছেন না ভোটাররা। বহিরাগতদের ছোড়া বোমার আঘাতে মৃত আর এক সিপিআইএম কর্মী।
৫. বর্ধমানে সিপিআইএম প্রার্থী সিদ্ধার্থ ব্যানার্জিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
পঞ্চায়েতে নির্বাচনী ইস্যু-
কাটোয়া
১। কৃষি সংকট
২। চাষী আত্মঘাতী
৩। ১০০দিনের কাজ নেই
৪। গঙ্গা ভাঙন
দুর্গাপুর
১। চিটফান্ড
২। ১০০দিনের কাজ
৩। তৃণমূল সন্ত্রাস
৪। কারখানা বন্ধ
কালনা
১। দেনার দায়ে কৃষক আত্মঘাতী
২। সারের দাম বৃদ্ধি
৩। নদী ভাঙন
আসানসোল
১। চিটফান্ড
২। মহিলাদের নিরাপত্তা
বর্ধমান
১। কৃষি সংকট
২। দেনার দায়ে কৃষক আত্মঘাতী
৩। ১০০ দিনের কাজ ঠিকমতো হচ্ছেনা
৪। তৃণমূল সন্ত্রাস
৫। সিপিআইএম পঞ্চায়েত তৃণমূলের দখলে
৬। বার্ধক্য ভাতা বিধবা ভাতা মিলছে না।
পঞ্চায়েত সমিতি ৩১টি, গ্রাম পঞ্চায়েত - ২৭৭
মোট বুথ - ৪৭৯৪ টি, মোট ভোটগ্রহণ কেন্দ্র - ৩২৬২, মোট ভোটার- ৩৬,৮১,০২৬, পুরুষ ভোটার - ১৯৩০৯১৫ , মহিলা ভোটার - ১৭৫০০৯৯