পিটিয়ে তোলা হল অনশন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের হাতে আক্রান্ত ছাত্রীরাও

ফের ধুন্ধুমার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। অভিযোগ, পড়ুয়াদের অনশন বিক্ষোভে হামলা চালায় বহিরাগতরা। পিটিয়ে তুলে দেওয়া হয় অনশন। বহিরাগতদের হাতে আক্রান্ত ছাত্রীরাও। এরপর ২ বহিরাগতকে হাতেনাতে ধরে ফেলেন ছাত্ররা। অন্যদিকে মেরে ক্যাম্পাস ছাড়া করা হয় ছাত্রদের।

Updated By: Feb 26, 2016, 10:01 PM IST
পিটিয়ে তোলা হল অনশন, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদের হাতে আক্রান্ত ছাত্রীরাও

বর্ধমান : ফের ধুন্ধুমার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে। অভিযোগ, পড়ুয়াদের অনশন বিক্ষোভে হামলা চালায় বহিরাগতরা। পিটিয়ে তুলে দেওয়া হয় অনশন। বহিরাগতদের হাতে আক্রান্ত ছাত্রীরাও। এরপর ২ বহিরাগতকে হাতেনাতে ধরে ফেলেন ছাত্ররা। অন্যদিকে মেরে ক্যাম্পাস ছাড়া করা হয় ছাত্রদের।

রাজবাটি ক্যাম্পাসে আজ বিক্ষোভকারী ছাত্রদের সঙ্গে তৃণমূলের কর্মচারী সংগঠনের সদস্যদের বচসা থেকে অশান্তি বাঁধে। অভিযোগ, ছাত্রদের ব্যাপক মারধর করেন ওই কর্মচারীরা। হামলায় জড়িত ছিল বহিরাগতরাও। এই খবর করতে গিয়ে আক্রান্ত হন ২৪ ঘণ্টার চিত্র সাংবাদিক সদন সিনহা। ভেঙে দেওয়া হয় তাঁর ক্যামেরা।

পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে গতকাল দুপুর থেকে অনশন আন্দোলনে বসেন তৃতীয় বর্ষের কিছু ছাত্র। আজ বিকেলে কর্মচারীরা বেরোতে গেলে  তাদের বাধা দেন ওই ছাত্ররা। এরপরই শুরু হয়ে যায় অশান্তি। অভিযোগ তৃণমূল কর্মচারী সংগঠনের নেতা সীতারাম মুখার্জির নেতৃত্বে এক দল কর্মী আন্দোলকারী ছাত্রদের উপর চড়াও হন। মারধর করে তুলে দেওয়া হয় বিক্ষোভ ।

.