রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ রাজ্য: বুদ্ধদেব

আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ রাজ্য সরকার। কোনও ঘটনা ঘটলেই দোষীদের শাস্তি দেওয়ার বদলে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। বাড়ছে সমাজবিরোধীদের দৌরাত্ম। বজবজের জনসভা থেকে তৃণমূল পরিচালিত সরকারের বিরুদ্ধে এভাবেই সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

Updated By: Jan 26, 2014, 12:10 AM IST

আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ রাজ্য সরকার। কোনও ঘটনা ঘটলেই দোষীদের শাস্তি দেওয়ার বদলে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। বাড়ছে সমাজবিরোধীদের দৌরাত্ম। বজবজের জনসভা থেকে তৃণমূল পরিচালিত সরকারের বিরুদ্ধে এভাবেই সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

নয়ই ফেব্রয়ারি বামেদের ব্রিগেড সমাবেশ। তার আগে শনিবার দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে এক সভায় তৃণমূল পরিচালিত সরকারের কড়া সমালোচনা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আইনশৃঙ্খলা রক্ষায় এই সরকার ব্যর্থ বলে অভিযোগ করেন তিনি। তৃণমূল সরকারের আমলে সমাজবিরোধীদের বাড়বাড়ন্ত হয়েছে বলে মন্তব্য করেন বুদ্ধদেব ভট্টাচার্য।

মেয়েদের নিরাপত্তাহীনতা নিয়েও সরব হন সিপিআইএম পলিটব্যুরো সদস্য। কোনও ঘটনা ঘটলেই অন্যায়কারীদের শাস্তি দেওয়ার বদলে সরকার তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেন বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্যের উন্নয়নের নামে মানুষকে যা বোঝানো হচ্ছে তা ভিত্তিহীন বলেই অভিযোগ বুদ্ধদেব বাবুর।

.