আতঙ্ক গ্রাস করেছে লাভপুরের গ্রামটাকে, গভীর রাতে দলবল নিয়ে `হানা` বিধায়কের

আতঙ্ক তাড়া করে ফিরছে লাভপুরে নির্যাতিতার পরিবারকে। আতঙ্কিত লাভপুরের গোটা গ্রামটাই। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের অবশ্য দাবি, এসবই ২৪ ঘণ্টার প্রচার!

Updated By: Jan 25, 2014, 11:19 PM IST

আতঙ্ক তাড়া করে ফিরছে লাভপুরে নির্যাতিতার পরিবারকে। আতঙ্কিত লাভপুরের গোটা গ্রামটাই। তৃণমূল বিধায়ক মনিরুল ইসলামের অবশ্য দাবি, এসবই ২৪ ঘণ্টার প্রচার!

কেটে গেছে তিন-তিনটে দিন। এখনও বাড়ি ফিরতে ভয় পাচ্ছে নির্যাতিতার পরিবার। সিআরপিএফের টহলদারিতেও স্বস্তি পাচ্ছেন না লাভপুরের গ্রামের বাসিন্দারা। শুক্রবার গভীর রাতে হঠাত্ই দেখা যায়, সদলবলে গ্রামে হাজির তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম। তিনি অবশ্য আতঙ্কের কথা মানতে নারাজ। এসবই নাকি চব্বিশ ঘণ্টার প্রচার!

বীরভূমের নতুন পুলিস সুপার অলোক রাজোরিয়া অবশ্য আতঙ্কের কথা মেনে নিয়েছেন। নির্যাতিতার পরিবার যে আতঙ্কে আছে, সে কথা মেনে নিয়েছেন মন্ত্রী শশী পাঁজাও। আতঙ্কে গ্রাম ছাড়ার পালাও শুরু হয়ে গেছে। আধা সেনার টহলদারিও আতঙ্কের চাদরটা সরাতে পারছে না। কাজ হচ্ছে না মন্ত্রী-নেতাদের বরাভয়েও।

.