১০ লাখ দিলেই প্রার্থী, অমিত শাহ কে অভিযোগপত্র পাঠাল ব্রিজমোহন

দাবিমতো ১০ লক্ষ টাকা না দেওয়ায় প্রার্থী করার পরও তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। এই মর্মে দলের জেলার নেতাদের বিরুদ্ধে  সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কাছে অভিযোগ করলেন বিজেপির ব্রিজমোহন সিং। শিলিগুড়ি পুরসভার ৪২ নম্বর ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয় ব্রিজমোহন সিংয়ের। এরপর হঠাত্‍ই বাদ দেওয়া হয় তাঁর নাম। বদলে প্রার্থী করা হয় তাসি দোরজি লামাকে। ব্রিজমোহন সিংয়ের  অভিযোগ, তাসি দোরজি লামা তৃণমূল সদস্য। তাঁকে এবার টিকিট দেয়নি দল। এর জেরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। এরপরেই ব্রিজমোহন সিংয়ের বদলে তাসিকেই  প্রার্থী করা হয়। ব্রিজমোহনের অভিযোগ, দাবিমতো ১০ লক্ষ টাকা না দেওয়ায় তাঁকে প্রার্থী করেননি জেলার নেতারা। গোটা বিষয়টি জানিয়ে অমিত শাহকে চিঠি লিখেছেন তিনি।

Updated By: Mar 25, 2015, 05:33 PM IST
১০ লাখ দিলেই প্রার্থী,  অমিত শাহ কে অভিযোগপত্র পাঠাল ব্রিজমোহন

ওয়েব ডেস্ক: দাবিমতো ১০ লক্ষ টাকা না দেওয়ায় প্রার্থী করার পরও তাঁর নাম বাদ দেওয়া হয়েছে। এই মর্মে দলের জেলার নেতাদের বিরুদ্ধে  সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কাছে অভিযোগ করলেন বিজেপির ব্রিজমোহন সিং। শিলিগুড়ি পুরসভার ৪২ নম্বর ওয়ার্ড থেকে বিজেপি প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয় ব্রিজমোহন সিংয়ের। এরপর হঠাত্‍ই বাদ দেওয়া হয় তাঁর নাম। বদলে প্রার্থী করা হয় তাসি দোরজি লামাকে। ব্রিজমোহন সিংয়ের  অভিযোগ, তাসি দোরজি লামা তৃণমূল সদস্য। তাঁকে এবার টিকিট দেয়নি দল। এর জেরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। এরপরেই ব্রিজমোহন সিংয়ের বদলে তাসিকেই  প্রার্থী করা হয়। ব্রিজমোহনের অভিযোগ, দাবিমতো ১০ লক্ষ টাকা না দেওয়ায় তাঁকে প্রার্থী করেননি জেলার নেতারা। গোটা বিষয়টি জানিয়ে অমিত শাহকে চিঠি লিখেছেন তিনি।

.