টেবিলে টেবিলে ঘুরেও মিলছে না পেনশনের টাকা

ব্যয়বহুল চিকিত্সার খরচ পেতে বার বার কড়া নাড়ছেন সরকারি দফতরে। ঘুরছেন এক টেবিল থেকে আরেক টেবিল। জমা দিয়েছেন প্রয়োজনীয় নথি। কিন্তু কোনও হেলদোল নেই সরকারি দফতরের। ৬ বছর কেটে গেলেও এক পয়সাও পাননি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী অবিনাশচন্দ্র দত্ত। বালুরঘাটের অগ্নিশিখা পাড়ার বাসিন্দা। অবসর নেন ১৯৯১ সালে। ২০০৯ সালে ধরা পড়ে হৃদযন্ত্রে গোলযোগ। কলকাতায় সরকারি হাসপাতালে হয় ওপেন হার্ট সার্জারি। খরচ হয় ১ লক্ষ ২৮ হাজার টাকা। সরকারি নিয়ম অনুযায়ী তাঁর চিকিত্সা বাবদ খরচের টাকা সরকারের কাছ থেকেই পাওয়ার কথা। কিন্তু সরকারি দফতরে ঘুরে ঘুরেও মেলেনি টাকা।

Updated By: Mar 25, 2015, 05:14 PM IST
টেবিলে টেবিলে ঘুরেও মিলছে না পেনশনের টাকা

ওয়েব ডেস্ক: ব্যয়বহুল চিকিত্সার খরচ পেতে বার বার কড়া নাড়ছেন সরকারি দফতরে। ঘুরছেন এক টেবিল থেকে আরেক টেবিল। জমা দিয়েছেন প্রয়োজনীয় নথি। কিন্তু কোনও হেলদোল নেই সরকারি দফতরের। ৬ বছর কেটে গেলেও এক পয়সাও পাননি অবসরপ্রাপ্ত সরকারি কর্মী অবিনাশচন্দ্র দত্ত। বালুরঘাটের অগ্নিশিখা পাড়ার বাসিন্দা। অবসর নেন ১৯৯১ সালে। ২০০৯ সালে ধরা পড়ে হৃদযন্ত্রে গোলযোগ। কলকাতায় সরকারি হাসপাতালে হয় ওপেন হার্ট সার্জারি। খরচ হয় ১ লক্ষ ২৮ হাজার টাকা। সরকারি নিয়ম অনুযায়ী তাঁর চিকিত্সা বাবদ খরচের টাকা সরকারের কাছ থেকেই পাওয়ার কথা। কিন্তু সরকারি দফতরে ঘুরে ঘুরেও মেলেনি টাকা।

.