রাজ্য নিয়ে কেন্দ্রের অবস্থান কী? জানতে মোদীর সঙ্গে সাক্ষাতে রাজ্য বিজেপি নেতারা

সারদা সহ অন্যান্য চিটফাণ্ডে কেলেঙ্কারির তদন্তে কেন্দ্রের বর্তমান অবস্থান কী? এই প্রশ্নকে সামনে রেখেই মোদীর সঙ্গে দেখা করতে চলেছেন রাজ্য বিজেপি নেতারা। উঠবে মুকুল রায় প্রসঙ্গও। তবে স্মারকলিপি নয়, মৌখিকভাবেই দাবিদাওয়া পেশ করবেন তাঁরা।

Updated By: May 8, 2015, 08:47 PM IST
রাজ্য নিয়ে কেন্দ্রের অবস্থান কী? জানতে মোদীর সঙ্গে সাক্ষাতে রাজ্য বিজেপি নেতারা

ব্যুরো: সারদা সহ অন্যান্য চিটফাণ্ডে কেলেঙ্কারির তদন্তে কেন্দ্রের বর্তমান অবস্থান কী? এই প্রশ্নকে সামনে রেখেই মোদীর সঙ্গে দেখা করতে চলেছেন রাজ্য বিজেপি নেতারা। উঠবে মুকুল রায় প্রসঙ্গও। তবে স্মারকলিপি নয়, মৌখিকভাবেই দাবিদাওয়া পেশ করবেন তাঁরা।

লোকসভা ভোটের মোদী ঝড় ভোজবাজির মতো উধাও।পুরভোটের ফল বেরোনোর পর ফের তিন নম্বরে বিজেপি।এই ব্যর্থতায় আঙুল উঠছে রাজ্য নেতৃত্বের সাংগঠনিক ব্যর্থতার দিকে। রাজ্য নেতৃত্বের পাল্টা দাবি, তাঁদের নিয়ন্ত্রণে নেই এমন ইস্যুও ভোটের ফলে প্রভাব ফেলেছে। তাঁরা বলছেন,

সারদা নিয়ে ভোটারদের অনেক প্রশ্নের উত্তরই দিতে পারছেন না রাজ্যের নেতাকর্মীরা।

মুকুল রায়কে নিয়েও ছড়িয়েছে বিভ্রান্তি।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মৌখিকভাবে এই বিষয়গুলিই তুলবেন রাহুল সিনহারা।

অভিযোগের তালিকায় থাকছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, এমনকি পিংলার সাম্প্রতিক বিস্ফোরণ।

আলোচনা হবে সাংগঠনিক ইস্যুতেও। রাজ্যের বিজেপি নেতারা বলছেন, মিসড কলের মাধ্যমে তেতাল্লিশ লক্ষ সদস্য সংগ্রহ হলেও তাঁদের বুথমুখো করা যায়নি। প্রধানমন্ত্রীর কাছে এই সমস্যা কাটানোর উপায় জানতে চাওয়া হবে। রাজ্য নেতারা জানতে চান, দুহাজার ষোলোর আগে সাংগঠনিক নির্বাচন হবে নাকি কেন্দ্রীয় নেতৃত্বের স্থির করে দেওয়া কমিটি নেতৃত্বেই ভোটে লড়া হবে।

পদ্ম শিবির সূত্রে খবর, দলের সাংগঠনিক পরিস্থিতি নিয়ে বহু প্রশ্নেরই উত্তর নেই রাজ্য নেতাদের কাছে। প্রধানমন্ত্রীর মুখোমুখি বসে তাই বিভ্রান্তি কাটিয়ে নিতে চাইছেন তাঁরা।

 

.