বঙ্গের ভোট প্রচারে বিজেপির ৩০ হেভিওয়েট, বাঙালি কেবল বাবুল!

প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদীর পর রাজ্যে প্রচারে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। পুরুলিয়ার রঘুনাথপুরে মুখ্যমন্ত্রীর সভার পরেই ওই মাঠেই সভা করবেন অমিত শাহ। এরপর পশ্চিম মেদিনীপুরে নয়াগ্রামে দুপুরে সভা রয়েছে বিজেপি সভাপতির।  এরাজ্যে পদ্মের ভোটবাক্সে ঝড় তুলতে বিজেপি শীর্ষ নেতৃত্ব ভরসা রাখছে অমিত শাহের ওপরেই। প্রধানমন্ত্রী মোদী,অমিত শাহ, রাজনাথ সিং সহ এরাজ্যে বিজেপির প্রচারে মোট তিরিশ জন কেন্দ্রীয় নেতা-মন্ত্রীর আসার কথা রয়েছে।

Updated By: Mar 29, 2016, 11:20 AM IST
বঙ্গের ভোট প্রচারে বিজেপির ৩০ হেভিওয়েট, বাঙালি কেবল বাবুল!

ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদীর পর রাজ্যে প্রচারে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। পুরুলিয়ার রঘুনাথপুরে মুখ্যমন্ত্রীর সভার পরেই ওই মাঠেই সভা করবেন অমিত শাহ। এরপর পশ্চিম মেদিনীপুরে নয়াগ্রামে দুপুরে সভা রয়েছে বিজেপি সভাপতির।  এরাজ্যে পদ্মের ভোটবাক্সে ঝড় তুলতে বিজেপি শীর্ষ নেতৃত্ব ভরসা রাখছে অমিত শাহের ওপরেই। প্রধানমন্ত্রী মোদী,অমিত শাহ, রাজনাথ সিং সহ এরাজ্যে বিজেপির প্রচারে মোট তিরিশ জন কেন্দ্রীয় নেতা-মন্ত্রীর আসার কথা রয়েছে।

প্রচারে বিজেপি হেভিওয়েট
প্রথম- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
দ্বিতীয়- বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ
তৃতীয়- স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং
চতুর্থ- কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়
পঞ্চম- অর্থমন্ত্রী অরুন জেটলি
প্রচারে থাকবেন সিদ্ধার্থ নাথ সিং। মুসলিম ভোট ব্যাঙ্কের কথা মাথায় রেখে বঙ্গে প্রচারের জন্য আসতে পারেন মুক্তার আব্বাস নাকভি।

 

.