পুকুর খুঁড়ে মিলেছে জীবাশ্ম, পর্যটন মানচিত্রে যুক্ত হতে চলেছে বীরভূমের আমখই গ্রাম

পর্যটনের নতুন কেন্দ্র হতে চলেছে বীরভূমের ইলামবাজারের আমখই গ্রাম। মাস কয়েক আগে মাটি খুঁড়ে এখান থেকে মিলেছে নানা ধরনের জীবাশ্ম। সেই জীবাশ্ম সাজিয়েই ফসিল পার্ক তৈরির উদ্যোগ নিয়েছে বন দফতর। জঙ্গলে ঘেরা গ্রামটাতে প্রবল জলকষ্ট। তাই গত জানুয়ারি মাসে গ্রামে পুকুর খোঁড়া চলছিল। সে সময় মাটির তলা থেকে বেড়িয়ে আসে বেশ কিছু পাথর। পাথরগুলি দেখতে অন্যরকম। সন্দেহ হওয়ায় গ্রামবাসীরা খবর দেন বন দফতরে। হাজির হন বন দফতরের কর্তারা। এরপর জেলাশাসক। আসেন বিশ্বভারতীর কলা ভবনের ছাত্রছাত্রীরাও। জানা যায়, এই পাথরগুলি আসলে জীবাশ্ম। এরপরই আমখই গ্রামের দশ বিঘা জমির ওপর ফসিল পার্ক তৈরির উদ্যোগ নিয়েছে বন দফতর। 

Updated By: Jun 13, 2015, 12:48 PM IST
পুকুর খুঁড়ে মিলেছে জীবাশ্ম, পর্যটন মানচিত্রে যুক্ত হতে চলেছে বীরভূমের আমখই গ্রাম

ওয়েব ডেস্ক: পর্যটনের নতুন কেন্দ্র হতে চলেছে বীরভূমের ইলামবাজারের আমখই গ্রাম। মাস কয়েক আগে মাটি খুঁড়ে এখান থেকে মিলেছে নানা ধরনের জীবাশ্ম। সেই জীবাশ্ম সাজিয়েই ফসিল পার্ক তৈরির উদ্যোগ নিয়েছে বন দফতর। জঙ্গলে ঘেরা গ্রামটাতে প্রবল জলকষ্ট। তাই গত জানুয়ারি মাসে গ্রামে পুকুর খোঁড়া চলছিল। সে সময় মাটির তলা থেকে বেড়িয়ে আসে বেশ কিছু পাথর। পাথরগুলি দেখতে অন্যরকম। সন্দেহ হওয়ায় গ্রামবাসীরা খবর দেন বন দফতরে। হাজির হন বন দফতরের কর্তারা। এরপর জেলাশাসক। আসেন বিশ্বভারতীর কলা ভবনের ছাত্রছাত্রীরাও। জানা যায়, এই পাথরগুলি আসলে জীবাশ্ম। এরপরই আমখই গ্রামের দশ বিঘা জমির ওপর ফসিল পার্ক তৈরির উদ্যোগ নিয়েছে বন দফতর। 

রাজ্যের পর্যটন মানচিত্রে যুক্ত হতে চলেছে আমখই। তাই খুশি গ্রাবাসীরাও।

.