দলের অনেক নেতাই অসাধু উপায়ে সম্পত্তি বাড়ানোর চেষ্টা করছেন, বললেন বিমান বসু
দলের অনেক নেতাই অসাধু উপায়ে সম্পত্তি বাড়ানোর চেষ্টা করছেন। যার ফলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। শনিবার মেমারিতে প্রয়াত সিপিআইএম নেতা বিনয় কোঙারের স্মরণসভায় এই মন্তব্য করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
ওয়েব ডেস্ক: দলের অনেক নেতাই অসাধু উপায়ে সম্পত্তি বাড়ানোর চেষ্টা করছেন। যার ফলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে। শনিবার মেমারিতে প্রয়াত সিপিআইএম নেতা বিনয় কোঙারের স্মরণসভায় এই মন্তব্য করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
এদিকে, সিপিআইএমের পলিটব্যুরো সদস্য সীতারাম ইয়েচুরি মন্ত্ করেন, দেশের সমস্ত অসুখ জড়ো হয়েছে পশ্চিমবঙ্গে। শনিবার রিষড়া রবীন্দ্রভবনে এক অনুষ্ঠানে বিজেপিরও তীব্র সমালোচনা করেন তিনি।
অন্যদিকে, রাজ্য রাজনীতিতে এবার নতুন মঞ্চ। নাম 'সেভ ডেমোক্র্যাসি'। নতুন মঞ্চের চেয়ারম্যান বিচারপতি অশোক গাঙ্গুলি হলেওমঞ্চ তৈরির পেছনে আসলে রয়েছে সিপিআইএম এবং কংগ্রেসের বেশ কয়েকজন প্রথম সারির নেতা। যারা মনে করছেন তৃণমূল আর বিজেপিকে আটকাতে বৃহত্তর মঞ্চ ছাড়া উপায় নেই।