বাইক বাহিনীর তাণ্ডব নিয়ে সরব নির্বাচন কমিশনার
জেলায় প্রচারের শেষ দিনে বাইক বাহিনীর তাণ্ডব নিয়ে সরব হলেন নির্বাচন কমিশনার। বাইকবাহিনীর উপর বিশেষ নজর রাখার নির্দেশ দিলেন তিনি। কমিশনারের নির্দেশ, মিছিলে দুটির বেশি বাইক থাকা চলবে না।
ওয়েব ডেস্ক: জেলায় প্রচারের শেষ দিনে বাইক বাহিনীর তাণ্ডব নিয়ে সরব হলেন নির্বাচন কমিশনার। বাইকবাহিনীর উপর বিশেষ নজর রাখার নির্দেশ দিলেন তিনি। কমিশনারের নির্দেশ, মিছিলে দুটির বেশি বাইক থাকা চলবে না।
পুরভোট নিয়ে আজ জেলাশাসক ও পুলিস সুপারদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন তিনি। এক ঘণ্টারও বেশি সময় ধরে চলে বৈঠক। বিভিন্ন জেলায় পুলিস বাহিনী মোতায়েন নিয়ে আলোচনা হয় বৈঠকে। তবে এখনও পর্যন্ত কোনও জেলা কোনও সমস্যার কথা জানায়নি বলে জানিয়েছেন কমিশনার।
কমিশনের নিষেধাজ্ঞা সত্বেও তৃণমূলের বাইক মিছিল দাপিয়ে বেরাল বারাকপুরে। আজ সকাল থেকে বারাকপুরে পাঁচ, তেরো, কুড়ি ও তেইশ নম্বর ওয়ার্ডে বিশাল বাইক মিছিল ঘুরতে দেখা যায়। পুলিসে নাকের ডগায় বাইক-মিছিল হলেও তা আটকাতে প্রশাসনের তরফে কোনও উদ্যোগ চোখে পড়েনি।