এবার বিদেশে বসছে বাংলার সুগন্ধি চালের আউটলেট

বাসমতি যদি জগত্‍ খ্যাতি আদায় করে নিতে পারে, তাহলে কেন পিছিয়ে থাকবে তুলাইপাঞ্জি বা গোবিন্দভোগ? এবার তাই বিদেশে বাংলার সুগন্ধি চালের আউটলেট খোলার ভাবনা নিয়েছে রাজ্যের কৃষি বিপণণ দফতর। প্রাথমিকভাবে বেছে নেওয়া হচ্ছে লন্ডন, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর এবং টোকিও।

Updated By: Nov 9, 2014, 09:18 AM IST
এবার বিদেশে বসছে বাংলার সুগন্ধি চালের আউটলেট

ওয়েব ডেস্ক: বাসমতি যদি জগত্‍ খ্যাতি আদায় করে নিতে পারে, তাহলে কেন পিছিয়ে থাকবে তুলাইপাঞ্জি বা গোবিন্দভোগ? এবার তাই বিদেশে বাংলার সুগন্ধি চালের আউটলেট খোলার ভাবনা নিয়েছে রাজ্যের কৃষি বিপণণ দফতর। প্রাথমিকভাবে বেছে নেওয়া হচ্ছে লন্ডন, নিউ ইয়র্ক, সিঙ্গাপুর এবং টোকিও।

তুলাইপাঞ্জি বা গোবিন্দভোগ। এই দু ধরনের চালই পাল্লা দিতে পারে এ দেশের যে কোনও সুগন্ধি চালের সঙ্গে। দিল্লির শিল্প মেলায় প্রমাণটা পাওয়া গিয়েছিল। এরপরই দিল্লির বঙ্গ ভবনে শুরু হয়ে যায় আউটলেট।

এবার ডেস্টিনেশন বিদেশ। উদ্দেশ্য প্রবাসীদের হাতে বাংলার চাল তুলে দেওয়া।

ইউপিএ সরকারের আমলে গোবিন্দভোগ এবং তুলাইপাঞ্জি রফতানির ছাড়পত্র মেলে। সেই শুরু। লন্ডন অলিম্পিক বা বার্লিন ফিল্ম ফেস্টিভালেও জায়গা করে নিয়েছিল গোবিন্দভোগ আর তুলাইপাঞ্জি। এরপর তো পুজো পার্বণ আছেই। কৃষি বিপণণ মন্ত্রীর দাবি, বাংলার সুগন্ধি চালের রফতানি শুরু হওয়ায় দাম পাচ্ছেন কৃষক, বেড়েছে উত্পাদন।

প্রাথমিকভাবে দূতাবাসগুলির সঙ্গে কথা হয়েছে। এছাড়াও বিদেশে বাংলার সুগন্ধি চালের গন্ধ ছড়িয়ে দিতে প্রয়োজনীয় পদ্ধতি খতিয়ে দেখা হচ্ছে। সব কিছু ঠিকঠাক চললে খুব শীঘ্রই প্রবাসী বাঙালির পাতে অনায়াসেই জায়গা করে নেবে গোবিন্দভোগ বা তুলাইপাঞ্জি। 

.