রাজ্যের মেধাবীদের প্রবাসী হতে আটকাতে উদ্যোগী বেঙ্গল চেম্বার অফ কমার্স
দেশ-বিদেশের সেরা আইটি কোম্পানিই হোক, বা গুগল-মাইক্রোসফট। কিংবা হয়ত ব্যাঙ্ক, রিটেল চেন। সব ক্ষেত্রের নামিদামী সংস্থাকে এ রাজ্যে এক ছাতার তলায় আনতে উদ্যোগী বেঙ্গল চেম্বার অফ কমার্স।
ব্যুরো: দেশ-বিদেশের সেরা আইটি কোম্পানিই হোক, বা গুগল-মাইক্রোসফট। কিংবা হয়ত ব্যাঙ্ক, রিটেল চেন। সব ক্ষেত্রের নামিদামী সংস্থাকে এ রাজ্যে এক ছাতার তলায় আনতে উদ্যোগী বেঙ্গল চেম্বার অফ কমার্স।
বণিকসভার প্রস্তাব, এজন্য গড়া হোক অ্যানালিটিক্স হাব। রাজি সরকারও।
রাজ্যে থাকতে চাইছেন না মেধাবী পড়ুয়াদের বড় অংশ। পড়াশোনার পাট চুকিয়েই লক্ষ্য বিদেশে পাড়ি। কিন্তু কেন? ঠিকঠাক সুযোগের অভাব? ভবিষ্যত নিয়ে অনিশ্চয়তা? এই চিন্তা বহু বছর ধরেই দুশ্চিন্তা হয়ে উঠেছে রাজ্যের কাছে।
মেধাবীদের চলে যাওয়া আটকাতে এবার উদ্যোগী বেঙ্গল চেম্বার অফ কমার্স। তাঁদের দাওয়াই, তৈরি হোক অ্যানালিটিক্স হাব।
বেঙ্গল চেম্বার অফ কমার্সের আশা, রাজ্যে এই অ্যানালিটিক্স হাব ঘিরে আগামিদিনে গড়ে উঠবে আস্ত একটি শহর। বলা ভাল, স্মার্ট সিটি। বাড়বে রাজ্যে শিল্প সম্ভাবনাও।
বণিকসভার প্রস্তাবে উচ্ছ্বসিত রাজ্য সরকারও। প্রাথমিকভাবে PPP মডেলে কাজ শুরু হতে পারে অ্যানালিটিক্স হাব গড়ার।
বেঙ্গল চেম্বার অফ কমার্সের প্রস্তাব, রাজ্যে যে কোনও বিমানবন্দরের কাছাকাছি জায়গায় গড়া হোক এই হাই টেক হাব। এছাড়া উঠে আসছে, কল্যাণীতে একটি জমির কথাও।