৭০ হাজার টাকা কুড়িয়ে পেয়েও ফেরত দিলেন অভাবী ঝালমুড়িওলা
Updated By: Dec 10, 2014, 03:29 PM IST
ডাকু ঘোষ। পেশায় ঝালমুড়ি বিক্রেতা। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে টানাটানির সংসার। তবে হাজার কষ্টেও বিসর্জন দিতে পারেননি নিজের সততা। আর তাই ৭০ হাজার টাকা কুড়িয়ে পেয়েও তা ফিরিয়ে দিলেন ডাকু।
মালদার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাসস্ট্যান্ড। গত পঁচিশ বছর ধরে এখানই বাসে বাসে ঝালমুড়ি বিক্রি করেন ডাকু ঘোষ। মঙ্গলবার বহরমপুর থেকে মালদার রতুয়াগামী বাসে ঝালমুড়ি বিক্রির সময় তিনি বাসের আসনে দেখতে পান একটি প্যাকেট। প্যাকেট খুলতেই চোখে পড়ে সত্তর হাজার টাকা। হতদরিদ্র পরিবারের ডাকু সহজেই লোভের বশীভূত হতে পারতেন। কিন্তু না। হাজার অভাবেও তিনি বিসর্জন দিতে পারেননি নিজের সততা। তাই মালদার সরকারি বাসস্ট্যান্ডে ফিরে এসে স্টেশন-ইন-চার্যের হাতে তুলে দেন সত্তর হাজার টাকা।