চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তপ্ত বারাসতের জেলা প্রাইমারি দফতর

চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তপ্ত বারাসতের জেলা প্রাইমারি দফতর। বিক্ষোভকারী ও জেলা প্রাইমারি দফতরের কর্মীদের মধ্যে বচসা, ধস্তাধস্তির জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের দাবি, পরীক্ষার চার বছর পরও ফল প্রকাশ হয়নি। দ্রুত ফলপ্রকাশের দাবিতে সোমবার তারা জেলা প্রাইমারি দফতরে বিক্ষোভ দেখাতে যান। বিক্ষোভকারীদের অভিযোগ, দফতরের কর্মীরা তাদের মারধর করেন।

Updated By: Oct 3, 2016, 06:21 PM IST
চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তপ্ত বারাসতের জেলা প্রাইমারি দফতর

ওয়েব ডেস্ক: চাকরিপ্রার্থীদের বিক্ষোভে উত্তপ্ত বারাসতের জেলা প্রাইমারি দফতর। বিক্ষোভকারী ও জেলা প্রাইমারি দফতরের কর্মীদের মধ্যে বচসা, ধস্তাধস্তির জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের দাবি, পরীক্ষার চার বছর পরও ফল প্রকাশ হয়নি। দ্রুত ফলপ্রকাশের দাবিতে সোমবার তারা জেলা প্রাইমারি দফতরে বিক্ষোভ দেখাতে যান। বিক্ষোভকারীদের অভিযোগ, দফতরের কর্মীরা তাদের মারধর করেন।

আরও পড়ুন প্রভাবশালী তকমা ঘোঁচাতে মরিয়া মদন মিত্র কী করলেন!

দুজন বিক্ষোভকারী আহত হয়েছেন।  জেলা প্রাইমারি দফতরের কর্মীদের পাল্টা অভিযোগ চাকরি প্রার্থীরাই দফতরে এসে অবাধে ভাঙচুর চালায়। এরপর বারাসত থানায় গিয়ে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। বিক্ষোভকারীরা সকলেই প্রাইমারি শিক্ষকপদের জন্য দুহাজার নয় সালের পরীক্ষার্থী ছিলেন। যদিও নানান জটিলতায় শেষ পর্যন্ত পরীক্ষা নেওয়া হয় দুহাজার বারো সালে।

আরও পড়ুন ইডেন টেস্টে যে রেকর্ড হল, তা আগের ২৪৯ টেস্টে কখনও হয়নি!

.