সিপিআইএম কর্মী খুনের প্রতিবাদে আজ ১২ ঘণ্টার বন্‍ধ উলুবেড়িয়ায়

উলুবেড়িয়ায় সিপিআইএম কর্মী রহমান আলির খুনের প্রতিবাদে বুধবার শ্যামপুর বিধানসভা কেন্দ্রে ১২ ঘণ্টার বনধ পালিত হচ্ছে। মঙ্গলবার সকালে খুন হন উলুবেড়িয়ার শিকল গ্রামের বাসিন্দা বছর ৪৫-এর রহমান আলি।

Updated By: May 2, 2012, 10:42 AM IST

উলুবেড়িয়ায় সিপিআইএম কর্মী রহমান আলির খুনের প্রতিবাদে বুধবার শ্যামপুর বিধানসভা কেন্দ্রে ১২ ঘণ্টার বনধ পালিত হচ্ছে। মঙ্গলবার সকালে খুন হন উলুবেড়িয়ার শিকল গ্রামের বাসিন্দা বছর ৪৫-এর রহমান আলি।
রোজকার মতই মঙ্গলবার সকালে কাজে বেরিয়েছিলেন তিনি। বাড়ি থেকে কিছু দুরেই তাঁর ওপর হামলা চালায় একদল সশস্ত্র দুষ্কৃতী। ধারাল অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুরুতর জখম অবস্থায় প্রায় দু থেকে আড়াই ঘন্টা তাঁকে ফেলে রাখা হয়। সাহায্যর জন্য যাতে কেউ এগিয়ে না আসে তা নিয়েও হুমকি দেয় দুষ্কৃতীরা। ঘন্টা তিনেক পর এই সিপিআইএম কর্মীকে উদ্ধার করে শ্যামপুর থানার পুলিস। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় রহমান আলির। দুষ্কৃতীরা রহমান আলির বাড়িতেও হামলা চালায়। আহত হয়েছেন তাঁর ভাই। হামলাকারীরা সকলেই তৃণমূল কংগ্রেস কর্মী বলে অভিযোগ সিপিআইএমের। এলাকায় তল্লাসি চালিয়ে বেশকিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে পুলিস। ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে সিপিআইএম।

.