বালিতে ১৬টি ওয়ার্ডে ভোট ১৩ অক্টোবর
হাওড়া কর্পোরেশনের ভোট নিয়ে আইনি জটিলতা কাটল। ১৩ অক্টোবর বালি পুরসভার ১৬টি ওয়ার্ডে ভোট হবে।
Updated By: Sep 5, 2015, 01:17 PM IST
ওয়েব ডেস্ক: হাওড়া কর্পোরেশনের ভোট নিয়ে আইনি জটিলতা কাটল। ১৩ অক্টোবর বালি পুরসভার ১৬টি ওয়ার্ডে ভোট হবে।
বালি পুরসভার ওই ১৬টি ওয়ার্ড হাওড়ার পুরনিগমে সংযুক্তিকরণের সিদ্ধান্ত নেয় রাজ্য। কিন্তু এরপরই ভোট নিয়ে আইনি জটিলতা দেখা দেয়। বিশেষত হাওড়ার কাউন্সিলর এবং বালির ওই ১৬টি ওয়ার্ডের কাউন্সিলারদের মেয়াদ কতদিন হবে তা নিয়ে সংশয় দেখা দেয়। এবিষয়ে আইনজ্ঞদের পরামর্শ নেয় রাজ্য সরকার। নবান্ন সূত্রে জানা গেছে, আইনজ্ঞদের পরামর্শ মেনেই ১৩ অক্টোবর ওই ১৬টি ওয়ার্ডে ভোট হবে উপনির্বাচন হিসেবে। সাড়ে তিন বছর পর যখন হাওড়া পুরসভার মেয়াদ পূর্ণ হবে, তখন ওই ১৬টি ওয়ার্ড সহ সবকটি আসনেই ভোট হবে।