উলুবেড়িয়ার ইঞ্জিনিয়ারিং কলেজে ১২ ঘণ্টা ধরে ঘেরাও রেজিস্ট্রার, 'ছাড় নেই শিক্ষক দিবসেও'

বারো ঘণ্টারও বেশি সময় ধরে ঘেরাও হয়ে রয়েছেন উলুবেড়িয়ার বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের রেজিস্ট্রার। শুক্রবার দুপুরে কলেজে অনুষ্ঠান চলাকালীন মিউজিক বক্স বাজানো নিয়ে ছাত্রদের সঙ্গে বচসা হয় রেজিস্ট্রারের। অভিযোগ, রেজিস্ট্রার এক ছাত্রকে ধাক্কা দেন। পড়ে গিয়ে আহত হয় ওই ছাত্র। এরপরই রেজিস্ট্রার, কয়েকজন শিক্ষক ও পরিচালন সমিতির কয়েকজনকে ঘেরাও শুরু করে ছাত্ররা।

Updated By: Sep 5, 2015, 01:04 PM IST
উলুবেড়িয়ার ইঞ্জিনিয়ারিং কলেজে ১২ ঘণ্টা ধরে ঘেরাও রেজিস্ট্রার, 'ছাড় নেই শিক্ষক দিবসেও'

ওয়েব ডেস্ক: বারো ঘণ্টারও বেশি সময় ধরে ঘেরাও হয়ে রয়েছেন উলুবেড়িয়ার বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের রেজিস্ট্রার। শুক্রবার দুপুরে কলেজে অনুষ্ঠান চলাকালীন মিউজিক বক্স বাজানো নিয়ে ছাত্রদের সঙ্গে বচসা হয় রেজিস্ট্রারের। অভিযোগ, রেজিস্ট্রার এক ছাত্রকে ধাক্কা দেন। পড়ে গিয়ে আহত হয় ওই ছাত্র। এরপরই রেজিস্ট্রার, কয়েকজন শিক্ষক ও পরিচালন সমিতির কয়েকজনকে ঘেরাও শুরু করে ছাত্ররা।

রেজিস্ট্রার দোষ স্বীকার না করলে অথবা ইস্তফা না দিলে ঘেরাও চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে ছাত্ররা। বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত ছাত্রদের সঙ্গে কোনও রকম আলোচনায় বসেনি কলেজ কর্তৃপক্ষ।

 

.