মেদিনীপুরে বাবুল সুপ্রিয়র রোড শো আটকাল নির্বাচন কমিশন
মেদিনীপুরে বাবুল সুপ্রিয়র রোড শো আটকাল নির্বাচন কমিশন। রোড শোর অনুমতিপত্র না থাকায় কমিশন আটকে দেয় বাবুলের প্রচার। মেদিনীপুরের সিপাইবাজারে বিজেপি পার্টি অফিস থেকে ধামসা মাদল নিয়ে প্রচার মিছিল শুরু করে বাবুল সুপ্রিয়।
Updated By: Apr 2, 2016, 06:32 PM IST
ওয়েব ডেস্ক: মেদিনীপুরে বাবুল সুপ্রিয়র রোড শো আটকাল নির্বাচন কমিশন। রোড শোর অনুমতিপত্র না থাকায় কমিশন আটকে দেয় বাবুলের প্রচার। মেদিনীপুরের সিপাইবাজারে বিজেপি পার্টি অফিস থেকে ধামসা মাদল নিয়ে প্রচার মিছিল শুরু করে বাবুল সুপ্রিয়।
প্রায় এক কিলোমিটার দূরে নান্নুর বাজারে মিছিল পৌছালে আটকায় নির্বাচন কমিশন। রোড শোয়ের অনুমতি দেখতে চাইলে তা দেখাতে পারেনি জেলা বিজেপি নেতৃত্ব। এরপরেই রোড শো আটকে দেয় নির্বাচন কমিশন। বিজেপি জেলা নেতৃত্বের দাবি, স্থানীয় কোতওয়ালি থানার কাছ থেকে মৌখিক অনুমতির ভিত্তিতেই তারা রোড শো করছিলেন।