যাত্রী কার? টোটো আর অটোতে ঝামেলা

ওয়েব ডেস্ক: যাত্রী কার? এ নিয়ে টোটো ও অটো চালকদের বারবার সংঘর্ষে অশান্তি ছড়াল বারাসতে। চাঁপদানি মোড়ে প্রথমবার গণ্ডগোল হয়। টোটো চালকরা এক অটো চালককে লোহার রড দিয়ে মারধর করে বলে অভিযোগ। বারাসত থানায় FIR করা হয়। এরপর পরিস্থিতির আরও অবনতি হয়। বারাসত লরিস্ট্যান্ড ও দক্ষিণ পাড়ায় তিনটি অটো ভাঙচুর করেন টোটো চালকরা। বামনগাছিতে ডাক্তার দেখিয়ে পরিবারকে নিয়ে ফিরছিলেন প্রসেনজিত্‍ বিশ্বাস নামে এক অটোচালক। হামলার হাত থেকে রক্ষা পাননি তিনিও। ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিস। এই ঘটনায় স্থানীয় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের দিকেই আঙুল তুলেছেন নিত্যযাত্রীরা। 

English Title: 
Auto Toto fighting in Barasat
News Source: 
Home Title: 

যাত্রী কার? টোটো আর অটোতে ঝামেলা

যাত্রী কার? টোটো আর অটোতে ঝামেলা
Yes
Is Blog?: 
No
Section: