ফের অটোর দৌরাত্ম্যে মৃত্যু

কোনও লাগাম নেই। ফের অটো দৌরাত্ম্যে মৃত্যুর ঘটনা ঘটল। এবার দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে। ক্যানিংয়ে অটোয় করে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন আনোয়ার মাঝি ও তাঁর মেয়ে সারিদা বিবি। অটোতে ছিলেন আটজন যাত্রী। ক্যানিংয়ের মাতলা ব্রিজের কাছে আটোটিতে ধাক্কা মারে আরেকটি অটো। আটোর ধাক্কায় মৃত্যু হয় সারিদা বিবির। বাকিদের অবস্থাও গুরুতর। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিরা ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি। পুলিস দুটি অটোই আটক করেছে। ঘাতক আটোর চালক পলাতক।

Updated By: Nov 29, 2016, 02:34 PM IST
ফের অটোর দৌরাত্ম্যে মৃত্যু

ওয়েব ডেস্ক: কোনও লাগাম নেই। ফের অটো দৌরাত্ম্যে মৃত্যুর ঘটনা ঘটল। এবার দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে। ক্যানিংয়ে অটোয় করে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন আনোয়ার মাঝি ও তাঁর মেয়ে সারিদা বিবি। অটোতে ছিলেন আটজন যাত্রী। ক্যানিংয়ের মাতলা ব্রিজের কাছে আটোটিতে ধাক্কা মারে আরেকটি অটো। আটোর ধাক্কায় মৃত্যু হয় সারিদা বিবির। বাকিদের অবস্থাও গুরুতর। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিরা ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি। পুলিস দুটি অটোই আটক করেছে। ঘাতক আটোর চালক পলাতক।

আরও পড়ুন ব্যাঙ্কে জমা দেওয়া চালু ও নতুন নোট তোলার ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি রিজার্ভ ব্যাঙ্কের

আরও পড়ুন নিয়মিত মধু খেলে কী হয় জানেন?

.