বনধের দিনে বাস বের না করায় তৃণমূলের কোপে বাস মালিকরা!

বনধের দিনে বাস বের না করায় তৃণমূলের কোপে বাস মালিকরা। বীরভূমের নানুর থানার বাসাপাড়া বাসস্ট্যান্ডের ঘটনা। সোমবার বামেদের ডাকা বনধে বাস না চালানোর জন্য এই নির্দেশ। আজ বাস চালানোয় নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সেই জন্য আজ বন্ধ রয়েছে দশটিরও বেশি বাস। এতগুলো বাস হঠাত্‍ করে না চলায় প্রবল সমস্যায় পড়েছেন রোজকার যাত্রীরা।

Updated By: Nov 29, 2016, 10:15 AM IST
বনধের দিনে বাস বের না করায় তৃণমূলের কোপে বাস মালিকরা!

ওয়েব ডেস্ক: বনধের দিনে বাস বের না করায় তৃণমূলের কোপে বাস মালিকরা। বীরভূমের নানুর থানার বাসাপাড়া বাসস্ট্যান্ডের ঘটনা। সোমবার বামেদের ডাকা বনধে বাস না চালানোর জন্য এই নির্দেশ। আজ বাস চালানোয় নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। সেই জন্য আজ বন্ধ রয়েছে দশটিরও বেশি বাস। এতগুলো বাস হঠাত্‍ করে না চলায় প্রবল সমস্যায় পড়েছেন রোজকার যাত্রীরা।

আরও পড়ুন ব্যাঙ্কে জমা দেওয়া চালু ও নতুন নোট তোলার ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি রিজার্ভ ব্যাঙ্কের

বন্ধ রয়েছে বোলপুর- নতুনহাট, বোলপুর-খুজুটিপাড়া সহ বেশকিছু রুটের বেসরকারি বাস চলাচল। যদিও এসবকিছুর বিষয়ে কিছুই জানেন না বলে, অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন  জম্মু-কাশ্মীরের মাচিলে ভারতীয় সেনার মুণ্ডচ্ছেদের ঘটনার পিছনে ছিল কার মদত?

.