তৃণমূল কর্মীর বাড়িতে হামলা

প্রথমে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বচসা হয়। ঘটনায় জামুরিয়ার হিজলগড়াতে নিহত তৃণমূল কর্মী রবীন কাজীর বাড়িতে হামলা। হামলায় বাধা দিতে গিয়ে পুত্র জুয়েল কাজী সহ জখম পরিবারের ১০ জন। ঘটনার পর তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারিরাও তৃণমূল কর্মী বলে দাবি করেছেন রবীন কাজীর পুত্র।

Updated By: Sep 5, 2016, 07:51 PM IST
তৃণমূল কর্মীর বাড়িতে হামলা

ওয়েব ডেস্ক: প্রথমে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বচসা হয়। ঘটনায় জামুরিয়ার হিজলগড়াতে নিহত তৃণমূল কর্মী রবীন কাজীর বাড়িতে হামলা। হামলায় বাধা দিতে গিয়ে পুত্র জুয়েল কাজী সহ জখম পরিবারের ১০ জন। ঘটনার পর তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারিরাও তৃণমূল কর্মী বলে দাবি করেছেন রবীন কাজীর পুত্র।

এই প্রসঙ্গে জানা গিয়েছে, হামলা নিয়ে জুয়েল কাজীর অভিযোগ, বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর সিপিএম এবং বিজেপি থেকে যারা শাসকদলে যোগ দিয়েছিল, তারাই এই হামলার নেপথ্যে। ২০১১ সালে মৃত্যু হয় রবীন কাজীর। স্থানীয় সিপিএম নেতা-কর্মীদের বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল।

.