বীরভূমে আক্রান্ত অন্তঃসত্ত্বা বিজেপি কর্মী, 'সাজানো ঘটনা' দাবি 'কেষ্ট'-র
বীরভূমে আক্রান্ত অন্তঃসত্ত্বা বিজেপি কর্মী। হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ গতকাল রাতে ওই মহিলার বাড়িতে ঢুকে তাঁকে বেধড়ক মারধর করা হয়।
ব্যুরো: বীরভূমে আক্রান্ত অন্তঃসত্ত্বা বিজেপি কর্মী। হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ গতকাল রাতে ওই মহিলার বাড়িতে ঢুকে তাঁকে বেধড়ক মারধর করা হয়।
অমানবিক এই ঘটনা ঘটেছে বীরভূমের ইলাম বাজারে।তবে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনব্রত মণ্ডলের দাবি, গোটাটাই সাজানো ঘটনা। সাত্তোরের পর ইলামবাজার
বিজেপিকে সমর্থন করার জন্য ফের অকথ্য অত্যাচারের শিকার বীরভূমের এক মহিলা।
এবার বাড়িতে ঢুকে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ।
শুক্রবার ইলামবাজারের ধল্লা গ্রামের বাড়িতে একাই ছিলেন বিজেপি কর্মী খুকুমনি কিসকু। অভিযোগ তখনই তার উপর হয় চড়াও হয় জনা পাঁচেক তৃণমূল কর্মী। শুরু হয় বেধড়ক মারধর।
স্বামী ফিরে এলে ইলাম বাজার থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। পুরো অভিযোগই সাজানো, বলছেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।
ঘটনার পর থেকে খোঁজ নেই অভিযুক্তদের। আশঙ্কা জনক অবস্থা হাসপাতালে ভর্তি নির্যাতিতা।