বাসন্তীর চুনাখালিতে আক্রান্ত বিজেপি কর্মী
বাসন্তীর চুনাখালিতে আক্রান্ত বিজেপি কর্মী। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদেরও মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় অবিনাশ বৈরাগি নামে ওই বিজেপি কর্মীকে প্রথমে বাসন্তী হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, পরে তাঁকে স্থানান্তরিত করা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। বিজেপি কর্মীর উপর এই হামলার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
ওয়েব ডেস্ক: বাসন্তীর চুনাখালিতে আক্রান্ত বিজেপি কর্মী। একই সঙ্গে তাঁর পরিবারের সদস্যদেরও মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় অবিনাশ বৈরাগি নামে ওই বিজেপি কর্মীকে প্রথমে বাসন্তী হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায়, পরে তাঁকে স্থানান্তরিত করা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। বিজেপি কর্মীর উপর এই হামলার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।
আরও পড়ুন রাজ্যের নাম বদলের নতুন করে উদ্যোগ মুখ্যমন্ত্রীর
জানা গিয়েছে, গত বিধানসভা নির্বাচনে এলাকায় শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়ার দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন এই বিজেপি কর্মী। অভিযোগ উঠেছে, এরপর থেকেই তাঁকে ক্রমাগত হুমকি-শাসানি চলছিল। হামলায় হাত থাকার অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে তৃণমূল।