এবার ডেবিট কার্ড জালিয়াতি মুর্শিদাবাদে, গায়েব ৬৭ হাজার টাকা
ফের ডেবিট কার্ড জালিয়াতির অভিযোগ। এবার ঘটনাস্থল মুর্শিদাবাদ। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে উধাও ৬৭ হাজার টাকা। ডেবিট কার্ডের তথ্য জানতে চেয়ে বেলু শেখের কাছে ফোন আসে। ব্যাঙ্কের পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে নম্বর দিয়েও দেন বেলু। কয়েকদিন পর তিনি দেখেন, অ্যাকাউন্ট থেকে ৬৭ হাজার টাকা গায়েব। পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছেন বেলু শেখ।
ওয়েব ডেস্ক : ফের ডেবিট কার্ড জালিয়াতির অভিযোগ। এবার ঘটনাস্থল মুর্শিদাবাদ। রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে উধাও ৬৭ হাজার টাকা। ডেবিট কার্ডের তথ্য জানতে চেয়ে বেলু শেখের কাছে ফোন আসে। ব্যাঙ্কের পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে নম্বর দিয়েও দেন বেলু। কয়েকদিন পর তিনি দেখেন, অ্যাকাউন্ট থেকে ৬৭ হাজার টাকা গায়েব। পুলিসের কাছে অভিযোগ দায়ের করেছেন বেলু শেখ। আরও পড়ুন, রাজ্যে একের পর এক SBI-এর ডেবিট কার্ড জালিয়াতি!
অন্যদিকে এটিএমে ভাঙচুর চালিয়ে টাকা লুঠের চেষ্টা হল বহরমপুরে। যাতে কোনওভাবেই নিজেদের পরিচয় ফাঁস না হয়, তার জন্য সিসিটিভি ঢেকে রেখে গোটা অপারেশন চালায় দুষ্কৃতীরা। দুষ্কৃতীদের খোঁজে তল্লাসি চালাচ্ছে পুলিস।