জনতার রোষে গণপিটুনিতে খুন মা ও ছেলে

জনতার রোষে গণপিটুনিতে জোড়া খুন। ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার লেনিন নগরে। গণপিটুনিতে মৃত্যু মা ও ছেলের। নিহতদের নাম গোপাল মজুমদার ও আশা মজুমদার। ছেলেকে বাঁচাতে গিয়ে গণপিটুনির শিকার হন তাঁর মা। পুলিস তদন্তে নামলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Updated By: Oct 23, 2016, 09:31 AM IST
 জনতার রোষে গণপিটুনিতে খুন মা ও ছেলে

ওয়েব ডেস্ক : জনতার রোষে গণপিটুনিতে জোড়া খুন। ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার লেনিন নগরে। গণপিটুনিতে মৃত্যু মা ও ছেলের। নিহতদের নাম গোপাল মজুমদার ও আশা মজুমদার। ছেলেকে বাঁচাতে গিয়ে গণপিটুনির শিকার হন তাঁর মা। পুলিস তদন্তে নামলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

আরও পড়ুন- পারিবারিক কারণে গৃহবধূকে মারধরের অভিযোগ আত্মীয়ের বিরুদ্ধে

বাসিন্দাদের অভিযোগ ছেলের দুষ্কৃতীমূলক কাজে মদত দিত মা। পিটিয়ে, থেঁতলে নৃশংসভাবে খুন করা হয়েছে দু'জনকে। পুলিসের খাতায় গোপালের নামে খুন সহ একাধিক অভিযোগ রয়েছে। বাসিন্দাদের অভিযোগ, এলাকায় গোপাল নানা অসামাজিক কাজকর্ম চালাত। বারবার অভিযোগ করা সত্ত্বেও কোনও লাভ হয়নি বলে বাসিন্দাদের দাবি। দুষ্কৃতী দৌরাত্ম্যে অতিষ্ট হয়েই বাসিন্দারা এই ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিসের।

.