বহরমপুরের আবাসনে তিন মহিলা খুনের ঘটনায় আটক জ্যোতিষী
বহরমপুরের আবাসনে খুনের ঘটনায় এক জ্যোতিষীকে আটক করল পুলিস। ওই জ্যোতিষীর নাম নিত্যানন্দ দাস। গত ৬ জানুয়ারি বহরমপুরের ওই আবাসনে খুন হন একই পরিবারের তিন মহিলা। ওই ঘটনায় শিলিগুড়ি থেকে এক জ্যোতিষীকে সস্ত্রীক আটক করা হয়েছে। জ্যোতিষী নিত্যানন্দ দাসের সঙ্গে ওই পরিবারের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে পুলিসের ধারণা।
বহরমপুরের আবাসনে খুনের ঘটনায় এক জ্যোতিষীকে আটক করল পুলিস। ওই জ্যোতিষীর নাম নিত্যানন্দ দাস। গত ৬ জানুয়ারি বহরমপুরের ওই আবাসনে খুন হন একই পরিবারের তিন মহিলা। ওই ঘটনায় শিলিগুড়ি থেকে এক জ্যোতিষীকে সস্ত্রীক আটক করা হয়েছে। জ্যোতিষী নিত্যানন্দ দাসের সঙ্গে ওই পরিবারের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে পুলিসের ধারণা।
প্রসঙ্গত, গত সোমবার সন্ধ্যায় বহরমপুর শহরের কাদাই এলাকার আশাবরী আবাসনের ফ্ল্যাটের তালা ভেঙে আত্রেয়ী বসু (১৮), তাঁর মা বিজয়া বসু (৪৮) এবং পিসি প্রভা দাস (৭২)-এর দেহ উদ্ধার করে পুলিস৷ মঙ্গলবার ময়নাতদন্তের পর পুলিশ সূত্রে জানা যায়, আত্রেয়ীর পাকস্থলীতে মাদকের অস্তিত্ব পাওয়া গিয়েছে৷
তাঁর মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে৷ বিজয়া বসুর ঠোঁটে কালশিটের দাগ রয়েছে৷ গলায় ফাঁসের চিহ্নও রয়েছে৷ ফুসফুসে ও হৃত্পিন্ডে আঘাতের চিহ্নও রয়েছে৷ প্রভা দাসের মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে৷ পাকস্হলীতে খাবার মিলেছে৷