অসম থেকে বক্সায় ঢুকছে হাতির পাল

অসমের জঙ্গল পেরিয়ে বক্সার জঙ্গলে ঢুকে পড়ছে হাতির পাল। হাতির সংখ্যা বেড়ে যাওয়ায় বক্সা ব্যাঘ্র প্রকল্পে দেখা দিয়েছে খাদ্য সংকট। খাবারের সন্ধানে লোকালয়ে হানা দিচ্ছে হাতির পাল। আর এর জেরেই বাড়ছে শস্যনষ্টের পরিমান। হাতির হানায় যাচ্ছে প্রাণও। গরুর মতো তৃণভোজী প্রাণীরা জঙ্গলে ঢুকে পড়ায় নষ্ট হচ্ছে গাছপালা। ফলে হাতির খাবারের জন্য তৈরি হচ্ছে সংকট।

Updated By: Jul 23, 2014, 09:16 AM IST
অসম থেকে বক্সায় ঢুকছে হাতির পাল

জলপাইগুড়ি: অসমের জঙ্গল পেরিয়ে বক্সার জঙ্গলে ঢুকে পড়ছে হাতির পাল। হাতির সংখ্যা বেড়ে যাওয়ায় বক্সা ব্যাঘ্র প্রকল্পে দেখা দিয়েছে খাদ্য সংকট। খাবারের সন্ধানে লোকালয়ে হানা দিচ্ছে হাতির পাল। আর এর জেরেই বাড়ছে শস্যনষ্টের পরিমান। হাতির হানায় যাচ্ছে প্রাণও। গরুর মতো তৃণভোজী প্রাণীরা জঙ্গলে ঢুকে পড়ায় নষ্ট হচ্ছে গাছপালা। ফলে হাতির খাবারের জন্য তৈরি হচ্ছে সংকট।

আর খাবার না পেয়েই হাতির পাল হানা দিচ্ছে লোকালয়ে। তবে জঙ্গলে খাদ্যাভাবের কথা মানতে নারাজ বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডেপুটি ফিল্ড ডিরেক্টর অপূর্ব সেন। তাঁর দাবি, অসম থেকে আসা হাতির পাল ভাল খাবারের লোভেই লোকালয়ে হানা দিচ্ছে। জঙ্গলে খাবারের পরিমান কম থাকার জন্য নয়।

 

.