থানা হামলায় অভিযুক্ত সুদীপ্তকে দরাজ সার্টিফিকেট অনুব্রত মণ্ডলের

পাড়ুইকাণ্ডে ডিজির ক্লিনচিট পেয়ে এ বার বোলপুর থানায় হামলার ঘটনায় দলেরই যুব নেতা সুদীপ্ত ঘোষকে ভাল ছেলের নিদান দিয়ে দিলেন অনুব্রত মণ্ডল। শুধু তা-ই নয়, বুধবার রাতে বোলপুর থানায় হামলার কোনও ঘটনাই ঘটেনি বলে দাবি করেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।

Updated By: Sep 8, 2014, 08:56 AM IST
থানা হামলায় অভিযুক্ত সুদীপ্তকে দরাজ সার্টিফিকেট অনুব্রত মণ্ডলের

ওয়েব ডেস্ক: পাড়ুইকাণ্ডে ডিজির ক্লিনচিট পেয়ে এ বার বোলপুর থানায় হামলার ঘটনায় দলেরই যুব নেতা সুদীপ্ত ঘোষকে ভাল ছেলের নিদান দিয়ে দিলেন অনুব্রত মণ্ডল। শুধু তা-ই নয়, বুধবার রাতে বোলপুর থানায় হামলার কোনও ঘটনাই ঘটেনি বলে দাবি করেছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি।

বোলপুর থানায় বুধবার রাতে হামলা।

কাঠগড়ায় বীরভূমের যুব তৃণমূল সভাপতি সুদীপ্ত ঘোষ। কর্তব্যরত এসআই শামিম খানকে প্রথমে ধাক্কা মারা এবং পরে গালিগালাজ করার অভিযোগ ওঠে সুদীপ্ত ঘোষের বিরুদ্ধে। কিন্তু ঘটনার পরই তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়ে দেন, হামলার ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই।

বৃহস্পতিবার হাই কোর্টে হাজির হয়ে পাড়ুইকাণ্ডে অনুব্রত মণ্ডলকে সটান ক্লিনচিট দিয়ে এলেন স্বয়ং রাজ্য পুলিসের ডিজি। আর এরপর রবিবার অনুব্রত মণ্ডল বোলপুর থানায় হামলার ঘটনায় আরও একধাপ এগিয়ে অভিযুক্ত সুদীপ্ত ঘোষকে ক্লিনচিট দিয়ে দাবি করলেন, তিনি খুবই ভাল ছেলে এবং বোলপুর থানায় হামলার কোনও ঘটনাই ঘটেনি।  

পুলিস অবশ্য অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

.