মহেশতলায় ওষুধের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড

ফের রাজ্যে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা। এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মহেশতলায়। ওষুধের গুদামে লাগা ভয়াবহ আগুন পরে নিয়ন্ত্রণে আসে। গতকাল রাতে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার মোল্লারগেটে একটি ওষুধ কোম্পানির গোডাউনে আগুন লাগে। ঘটনাস্থলে পৌছয় দমকলের মোট ১৫টি ইঞ্জিন। আজ দুপুরে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Updated By: Sep 7, 2014, 08:46 PM IST

ওয়েব ডেস্ক: ফের রাজ্যে বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনা। এবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মহেশতলায়। ওষুধের গুদামে লাগা ভয়াবহ আগুন পরে নিয়ন্ত্রণে আসে। গতকাল রাতে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার মোল্লারগেটে একটি ওষুধ কোম্পানির গোডাউনে আগুন লাগে। ঘটনাস্থলে পৌছয় দমকলের মোট ১৫টি ইঞ্জিন। আজ দুপুরে দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে আনুমানিক ৪০ কোটি টাকার ওষুধের ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই গোডাউন থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ওষুধ সরবরাহ করা হত। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে এখনও নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

এলাকায় এখনও আতঙ্কের পরিবেশ রয়েছে।

.